‘মার্চ টু গোপালগঞ্জ’ নামে যে সমাবেশের ডাক দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি, সেই সমাবেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার পুলিশ সুপারের দপ্তরে আশ্রয় নেওয়া অবস্থায় এক ফেইসবুক পোস্টে তিনি এমন অভিযোগ এনেছেন।
এনসিপির সমাবেশকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর জন্মভিটায় উত্তেজনার মধ্যে বিক্ষুব্ধ জনতার রোশে ভাঙচুর হয়েছে এনসিপির সমাবেশস্থল, ইউএনও’র গাড়ি; আগুনে পুড়েছে পুলিশের টহল যান।
এনসিপির নেতারা পুলিশি পাহারায় কয়েক মিনিটের ‘ফটোসেশন’ ও সংক্ষিপ্ত সমাবেশ করে ফিরে যাওয়ার চেষ্টা করলেও তারা এখনও গোপালগঞ্জে আটকা পড়ে আছেন বলে জানা গেছে।
পরিস্থিতি সামাল দিতে সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

ছাত্রলীগের পদধারী এবং ক্ষমতার পালা বদলে বর্তমানে এনসিপির এই নেতা লিখেছেন, “গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপরে আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে।
“আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না “
ওই স্ট্যাটাসে সারাবাংলাদেশের মানুষজনকে গোপালগঞ্জে ছুটে আসারও আহ্বান জানিয়েছেন সারজিস।
তার ভাষায়, “সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের ছুটে আসুন। গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন।“