আনিস আলমগীর, শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ

আনিস আলমগীর ও মেহের আফরোজ শাওন। ফাইল ছবি
আনিস আলমগীর ও মেহের আফরোজ শাওন। ফাইল ছবি

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার মধ্যরাতের পর আরিয়ান আহমেদ নামে এক ব্যক্তি অভিযোগটি দাখিল করেছেন, যিনি জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স নামে একটি সংগঠনের কেন্দ্রীয় সংগঠক।

অভিযোগে আরো যে দুই জনের নাম রয়েছে, তারা হলেন মডেল মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

থানায় অভিযোগ দিলেও তা এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানিয়েছেন, “সাইবার-সম্পর্কিত ইস্যু নিয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই করে এটি মামলা হিসেবে নেওয়া হবে কী না জানানো হবে।”

“রাত আড়াইটার পর এই অভিযোগ দায়ের করা হয়েছে। তবে সেটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি,” যোগ করেন তিনি।

ওই অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন টেলিভিশনের টকশোতে বসে নিষিদ্ধ সংগঠনকে (আওয়ামী লীগ) ফিরিয়ে আনার প্রোপাগান্ডা চালিয়ে আসছে। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা করছে।

এর আগে রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে রাখা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, আনিস আলমগীর এখনও ডিবি কার্যালয়ে আছেন। তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন