আয়কর রিটার্নের প্রমাণপত্রে ছাড় অভুত্থানে নিহতদের পরিবারকে

অব্যাহতির অফিস আদেশ।
অব্যাহতির অফিস আদেশ।

সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্নের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাচ্ছে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার।

রোববার এক আদেশে এ কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।  

করনীতি উইংয়ের দ্বিতীয় সচিব (কর আইন ১) এইচ এম শাহরিয়ার হাসান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন ২০২৩ এর ধারা ২৬৪ এর উপধারা (৪) এর প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশ দেওয়া হয়েছে।  

“জুলাই গণ অভুত্থানে শহীদ পরিবারের ৮২৬ জন সদস্যকে সরকারি সহায়তা বাবদ প্রদত্ত অর্থ দ্বারা সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক উপস্থাপন হতে এতদ্বারা অব্যাহতি প্রদান করা হলো,” বলা হয় ওই আদেশে।  

গত ২১ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী নিহতের সংখ্যা ছিল ৫৬৫ জন।

অবশ্য পরে ৩১ ডিসেম্বর প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় নিহতের সংখ্যা ৮২৬ জন এবং ১১ হাজার ৩০৬ জন আহত হয়েছেন বলে জানানো হয়।

কোনো ব্যক্তি সঞ্চয়পত্র কিনতে গেলে তাকে সাধারণত ৮ থেকে ৯ ধরনের কাগজ জমা দিতে হয়, যার মধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি এবং করদাতার শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন