কাশ্মীরে জঙ্গিদের হাতে নিরীহ পর্যটক নিহত হওয়ার জেরে পাকিস্তানের বিপক্ষে কড়া অবস্থান নিল ভারত। দেশটিতে পাকিস্তানের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে পাকিস্তানে ভারতীয় দূতাবাসে সব কর্মকর্তাকে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিচুক্তি বাতিল করেছে ভারত। পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়াও বন্ধ করে দিয়েছে ভারত। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি-ওয়াঘা সীমান্ত।
কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় একদিকে যেমন শোকের ছায়া, তেমনই ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। সেই আবহেই বুধবার রাতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নর ঘোষণা দেয় ভারত।
বুধবার রাতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। পরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান।
বিক্রম মিশ্রি জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি আপাতত স্থগিত করা হচ্ছে। এ ব্যবস্থা অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল থাকবে। এ সিদ্ধান্তের ফলে যে পরিমাণ পানি পাকিস্তানের পাওয়ার কথা, চুক্তি স্থগিত করায় আপাতত তা ব্যাহত হবে। অর্থাৎ চুক্তি অনুযায়ী পানি পাকিস্তান পাবে না।
নয়াদিল্লির দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া। বৃহস্পতিবার থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের এই গুরুত্বপূর্ণ স্থলসীমান্ত বন্ধ হয়ে যাচ্ছে। ওই সীমান্ত দিয়ে যারা ভারতে এসেছেন, তাঁদের সবাইকে ১ মের মধ্যে ফিরে যেতে হবে।
তৃতীয় সিদ্ধান্ত হলো দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার। তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাই কমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে আনছে নয়াদিল্লি।
চতুর্থ সিদ্ধান্তে বলা হয়েছে, দুই দেশের হাইকমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হবে।
পঞ্চম সিদ্ধান্ত হলো সীমান্তচৌকি বন্ধ ও দূতাবাসে কর্মীর সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারতে আসাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। সে কারণে সব পাকিস্তানির জন্য সার্ক ভিসা বাতিল করার কথা জানানো হয়েছে। এই ভিসায় যারা ভারতে রয়েছেন, তাঁদের ফেরত যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার দায় পুরোপুরি পাকিস্তানের ওপর চাপানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগাম শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বৈসরণ উপত্যকায় পর্যটকদের ওপর ওই হামলা হয়।
পর্যটকদের কাছে জনপ্রিয় এ উপত্যকাকে ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে বর্ণনা করা হয়।
ভারত বলছে, এ ঘটনা ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলা। হামলায় জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিতে সম্ভাব্য সবকিছু করার ঘোষণা দিয়েছে ভারত সরকার।
এ সম্পর্কিত আরও খবর:
কাশ্মীরে ৩ সন্দেহভাজন হামলাকারীর স্কেচ প্রকাশ
উত্তেজনার মধ্যে পরমাণু অস্ত্রভান্ডার ঝালিয়ে নিচ্ছে ভারত-পাকিস্তান
জঙ্গি হামলার ন্যায়বিচার চাইলেন শাহরুখ-সালমান
কাশ্মীরে জঙ্গি হামলা: মোদীর জবাবদিহিতা চান ওয়াইসি
সন্ত্রাসী হামলায় রক্তাক্ত কাশ্মীর, ২৬ পর্যটকের প্রাণহানি
বেছে বেছে বিদেশি ও হিন্দুদের গুলি করে সন্ত্রাসীরা