উত্তেজনার মধ্যে পরমাণু অস্ত্রভান্ডার ঝালিয়ে নিচ্ছে ভারত-পাকিস্তান

India Pakistan Nuclear Weapon

আবার সন্ত্রাসে রক্তাক্ত ভারতের কাশ্মীর। জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছি। নারকীয় হত্যাকাণ্ডের নেপথ্যে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনের হাত রয়েছে বলে অভিযোগ করেছে ভারত।

প্রতিশোধ নিতে পশ্চিমের প্রতিবেশী দেশটিতে ঢুকে আবার ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালাক ভারতীয় সেনাবাহিনী, এ দাবিতে সরগরম সমাজমাধ্যম।

তবে বিশেষজ্ঞদের অবশ্য দাবি, ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর মতো সেনা অভিযানের সিদ্ধান্ত নেওয়া কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের পক্ষে বেশ কঠিন। কারণ, সে ক্ষেত্রে প্রত্যাঘাতের রাস্তা বেছে নিতে পারে ইসলামাবাদ।

তখন পরমাণু শক্তিধর পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া ছাড়া অন্য কোনও রাস্তা থাকবে না। আণবিক অস্ত্রের সংখ্যায় পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত।

গত কয়েক বছরে ভারত-পাকিস্তান পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

এ ব্যাপারে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করে ‘ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট’ নামে বিজ্ঞানীদের সংগঠন। সেখানেই দুই দেশের আণবিক অস্ত্রভান্ডারের একটি ছবি তুলে ধরার চেষ্টা করেছে তারা।

মার্কিন গবেষকদের দাবি, এ ক্ষেত্রে ইসলামাবাদের চেয়ে কয়েক যোজন এগিয়ে রয়েছে ভারতীয় সেনাবাহিনী।

‘ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট’-এর রিপোর্ট অনুযায়ী, বর্তমানে নয়াদিল্লির পরমাণু অস্ত্রের সংখ্যা ১৮০। সেখানে পাক সেনার কাছে আছে ১৭০টি আণবিক অস্ত্র।

‘বিশ্বের পরমাণু শক্তির রাষ্ট্র’ শীর্ষক ওই রিপোর্টে মার্কিন বিজ্ঞানীরা বলেছেন, “এক বছর আগেও ভারতের মোট পরমাণু অস্ত্রের সংখ্যা ছিল ১৭৪। এর পর আরও ছয়টি আণবিক ওয়ারহেড বৃদ্ধি করে নয়াদিল্লি। পাকিস্তান সেটা করতে পারেনি।

রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্বের কয়েকটি দেশের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম (হাইলি এনরিচ্ড ইউরেনিয়াম) আছে। ভারত তার মধ্যে অন্যতম।

পরমাণু হাতিয়ার এবং পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ, দু’টি তৈরি করার ক্ষেত্রেই সমৃদ্ধ ইউরেনিয়ামের একান্ত ভাবে প্রয়োজন হয়।

ইউরেনিয়াম বাদ দিলে প্লুটোনিয়ামের সাহায্যেও পরমাণু বোমা তৈরি করা যায়।

মার্কিন বিজ্ঞানীরা জানিয়েছেন, অস্ত্র নির্মাণের জন্য সমৃদ্ধ প্লুটোনিয়াম বহুল পরিমাণে উৎপাদন করছে নয়াদিল্লি।

২০২৩ সালে একটি আন্তর্জাতিক প্যানেলের জারি করা তথ্য অনুযায়ী, পরমাণু বোমা তৈরির জন্য ভারতের কাছে প্রায় ৬৮০ কিলোগ্রাম প্লুটোনিয়াম রয়েছে। এর সাহায্যে ১৩০ থেকে ২১০টি আণবিক বোমা নির্মাণ সম্ভব।

পানি-স্থল-আকাশ এবং সমুদ্রের গভীর থেকে পরমাণু হামলা চালাতে সক্ষম ভারত। সেনা-পরিভাষায় একে বলে ‘নিউক্লিয়ার ট্রায়েড’। এই ক্ষমতা এখনও অর্জন করতে পারেনি পাকিস্তান।

ভারতীয় বিমান বাহিনীর কাছে রয়েছে ফরাসি সংস্থা দাসোঁ অ্যাভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধবিমান। এটি পরমাণু ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম।

এ ছাড়া পরমাণু হামলা চালানোর জন্য অগ্নি সিরিজ়ের দূরপাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র রয়েছে ভারতীয় সেনার অস্ত্রাগারে। আছে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটিও আণবিক ওয়ারহেড নিয়ে উড়ে গিয়ে হামলা করতে সক্ষম।

সেনার পাশাপাশি ভারতীয় বিমান বাহিনীর এবং নৌসেনাও ব্রহ্মস ব্যবহার করে। নৌবাহিনীর কাছ রয়েছে কে-১৫ সাগরিকা নামের একটি ক্ষেপণাস্ত্র। এর পাল্লা ৩,৫০০ কিলোমিটার। এটি মূলত ডুবোজাহাজে ব্যবহার হয়। সংশ্লিষ্ট ক্ষেপণাস্ত্রটির সাহায্যে অনায়াসেই করা যাবে পরমাণু হামলা।

উত্তর কোরিয়া এবং পাকিস্তান পরমাণু হাতিয়ারের সংখ্যা বৃদ্ধির জন্য লাগাতার চেষ্টা করে চলেছে। তবে দুনিয়ার মোট আণবিক বোমার ৮৮ শতাংশই রয়েছে আমেরিকা ও রাশিয়ার কাছে।

গত কয়েক বছরে পরমাণু হাতিয়ার বৃদ্ধি করেনি ফ্রান্স ও ইজরায়েল। অন্য দিকে, চীন এর সংখ্যাকে ৬০০-তে নিয়ে গেছে।

কয়েক দিন আগেই একটি অনুষ্ঠানে হিন্দুদের নাম করে বিষোদ্গার করেন পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ঠিক তার পরই কাশ্মীরে হয়েছে এই সন্ত্রাসী হামলা। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই এর দায় স্বীকার করে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)।

গত বছরের জুন মাসেও জম্মু-কাশ্মীরের রেইসি জেলায় পুণ্যার্থীদের বাসে হামলা চালায় টিআরএফ। তাতে মৃত্যু হয়েছিল অন্তত ১০ জনের। জঙ্গি নেতা শেখ সাজ্জাদ গুলের হাত ধরে লশকরের এই ছায়া সংগঠনটির জন্ম হয় ২০১৯ সালে, কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ হওয়ার পর।

টিআরএফ জঙ্গিগোষ্ঠীর দ্রুত আড়ে-বহরে বিস্তারের নেপথ্যে সরাসরি ভূমিকা রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের। ২০২৩ সালে টিআরএফকে ‘সন্ত্রাসবাদী গোষ্ঠী’ হিসাবে চিহ্নিত করে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করে ভারত।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জইশ-ই-মহম্মদের এক জঙ্গি। তাতে প্রাণ হারান ৪০ জন নিরাপত্তাকর্মী। ওই ঘটনার পর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বালাকোটে জইশ সন্ত্রাসীদের ক্যাম্পে বিমানহানা চালায় ভারতীয় বিমান বাহিনী।

২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরের উরি ক্যাম্পে ঢুকে হামলা চালায় চার জইশ জঙ্গি। তাতে প্রাণ হারান ১৯ জন সৈনিক। কয়েক দিনের মধ্যেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বা পিওকে) ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনা।

বালাকোট বিমানহানার পর অবশ্য চুপ করে বসে থাকেনি পাকিস্তান। প্রত্যাঘাত শানাতে ভারতের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে পাকিস্তানের বিমান বাহিনী। কিন্তু তাতে ফল হয় হিতে বিপরীত। তাদের অতি শক্তিশালী এফ-১৬ যুদ্ধবিমানকে গুলি করে নামান ভারত।

এ সম্পর্কিত আরও খবর:

কাশ্মীরের ঘটনায় মুখোমুখি ভারত-পাকিস্তান, পাল্টা হামলার আশঙ্কা

কাশ্মীরে ৩ সন্দেহভাজন হামলাকারীর স্কেচ প্রকাশ

জঙ্গি হামলার ন্যায়বিচার চাইলেন শাহরুখ-সালমান

কাশ্মীরে জঙ্গি হামলা: মোদীর জবাবদিহিতা চান ওয়াইসি

সন্ত্রাসী হামলায় রক্তাক্ত কাশ্মীর, ২৬ পর্যটকের প্রাণহানি

বেছে বেছে বিদেশি ও হিন্দুদের গুলি করে সন্ত্রাসীরা

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে আছি: ট্রাম্প

আরও পড়ুন

সর্বশেষ

ads