বুধবার রাতে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত, যেখানে কমপক্ষে ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে রয়টার্স।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ভারী গোলাবর্ষণ ও গুলি বিনিময় হয়েছে।
পাকিস্তানের ডন পত্রিকায় প্রকাশিত খবরে দেশটির আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীকে উদ্ধৃত করে তাৎক্ষণিকভাবে বলা হয়, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
অবশ্য পরে পিটিআইয়ের বরাতে আহমেদ শরীফ চৌধুরীকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, আটজন পাকিস্তানি নিহত, ৩৫ জন আহত এবং দুজন নিখোঁজ হয়েছেন ভারতের হামলায়।
মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ভারত ওই হামলা চালিয়েছে বলে আইএসপিআর মহাপরিচালকের দাবি।
পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে বলেও জানান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে হামলা চালিয়েছে ভারত।
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
— Shehbaz Sharif (@CMShehbaz) May 6, 2025
The treacherous enemy has launched a cowardly attack on five locations within Pakistan. This heinous act of aggression will not go unpunished.
Pakistan reserves the absolute right to respond decisively to this unprovoked Indian attack — a…
একই পত্রিকায় প্রকাশিত আরেক খবরে বলা হয়েছে, ভারতের দুটি উড়োজাহাজ ভূপাতিত করেছে পাকিস্তান। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে উড়োজাহাজগুলো ভূপাতিত করা হয়েছে বলে ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির খবরে বলা হয়েছে, ‘ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তানি বাহিনী।
প্রাথমিক তথ্য অনুযায়ী, পাকিস্তান বিমান বাহিনী শত্রুপক্ষের দুটি উড়োজাহাজ ভূপাতিত করেছে। পাকিস্তান বিমান বাহিনীর সব উড়োজাহাজ নিরাপদে রয়েছে।’
#PahalgamTerrorAttack
— ADG PI – INDIAN ARMY (@adgpi) May 6, 2025
Justice is Served.
Jai Hind! pic.twitter.com/Aruatj6OfA
বার্তা সংস্থা রয়টার্সের আরেক খবরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে উদ্ধৃত করে বলা হয়েছে, ইসলামাবাদ ভারতীয় হামলার জবাব দিচ্ছে, তবে এর বেশি কিছু জানাননি তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতিকে “লজ্জাজনক” বলে অভিহিত করেছেন। পাশাপাশি বলেছেন, “আমি আশা করি এটি দ্রুত শেষ হবে।”
পাকিস্তানের জনবহুল প্রদেশ পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রদেশের মুখ্যমন্ত্রী। হাসপাতাল এবং জরুরি পরিষেবাগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।
“কিছুক্ষণ আগে, ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী স্থাপনায় আঘাত করেছে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং নির্দেশ দেওয়া হয়েছিল,” উল্লেখ করা হয়েছে ভারতীয় বিবৃতিতে।
“কোনো পাকিস্তানি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি। লক্ষ্যবস্তু নির্বাচনের ক্ষেত্রে ভারত যথেষ্ট সংযম প্রদর্শন করেছে,” এতে বলা হয়।
হামলার পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার এক্স হ্যান্ডলে লিখেছেন, “ভারত মাতা কি জয়”। ভারত হামলা চালানোর পর ভারতীয় সেনাবাহিনীও এক্সে পোস্ট করে, যাতে বলা হয়- “ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। জয় হিন্দ।”
এ সংক্রান্ত আরও খবর: