একাই লড়ছিলেন হাইনরিখ ক্ল্যাসেন। খেলেছেন ৭৪ বলে ৯৭ রানের ইনিংস। অবশ্য অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় কেপটাউনে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৮১ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা।
টসে হেরে আগে ব্যাটিং করে পাকিস্তান তুলেছিল ৩২৯ রান। জবাবে প্রোটিয়ারা গুটিয়ে যায় ২৪৮ রানে।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করল মোহাম্মদ রিজওয়ানের দল। যা টানা তৃতীয় ওয়ানডে সিরিজ ও সব সংস্করণ মিলিয়ে টানা পাকিস্তানের পঞ্চম সিরিজ জয়।
৩২৯ রানের সমধ্যে কামরান গুলামের একার রানই ৩২ বলে ৬৩। পাকিস্তান অধিনায়ক রিজওয়ানও প্রায় ১০০ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন, করেন ৮২ বলে ৮০ রান।
শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে খেলকা থেকে ছিটকে পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মোট রান ২৪৮ রানে থামে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে আজ দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেছেন ডি জর্জি। পাকিস্তানের হয়ে ৪ উইকেট পেয়েছেন আফ্রিদি।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৩৩০/১০(রিজওয়ান ৮০, বাবর ৭৩, কামরান ৬৩, মাফাকা ৪/৭২, ইয়ানসেন ৩/৭১)
দক্ষিণ আফ্রিকা: ২৪৮/১০( ক্ল্যাসেন ৯৭, ডি জর্জি ৩৪; আফ্রিদি ৪/৪৭, নাসিম ৩/৫৭)
ফল: পাকিস্তান ৮১ রানে জয়ী
সিরিজ: পাকিস্তান ২–০ ব্যবধানে এগিয়ে