মুস্তাফিজকে বাদ দিতে বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

সাকিব আল হাসানের সঙ্গে মুস্তাফিজুর রহমান। ফাইল ছবি।
সাকিব আল হাসানের সঙ্গে মুস্তাফিজুর রহমান। ফাইল ছবি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সে জায়গা পাওয়া বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই।

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল।

গুয়াহাটিতে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, “সাম্প্রতিক কিছু ঘটনার কারণে কেকেআরকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তারা চাইলে ওই ক্রিকেটারের বদলি হিসেবে নতুন করে কাউকে দলে নিতে পারবে।”

বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান কূটনৈতিক সম্পর্কের প্রভাব বিবেচনায় নিয়ে বিসিসিআই সেক্রেটারি মুস্তাফিজকে আইপিএলে খেলতে না দেওয়ার পক্ষে।

এ ছাড়া বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনকে এরকম সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে।

সপ্তাহ দুয়েক আগে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামে এক পোশাক শ্রমিককে পিটিয়ে অর্ধমৃত অবস্থায় গাছে ঝুলিয়ে শরীরে আগুন ধরিয়ে দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়।

ওই ঘটনায় ভারতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়; বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ ছাড়াও বাংলাদেশিদের নাজেহাল হওয়ার ঘটনাও ঘটে।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতারা এ ঘটনার পর মুস্তাফিজকে আইপিএলে নেওয়ার সমালোচনা করেন। 

দেশটির ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এর আগে এএনআইকে বলেছিলেন, “কেকেআরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও তাদের শীর্ষ নেতৃত্বের ওই ক্রিকেটারকে (মোস্তাফিজুর রহমান) দল থেকে সরিয়ে দেওয়া উচিত।”

মোস্তাফিজকে কেনায় কলকাতা নাইট রাইডার্সের মালিক এবং বলিউড কিংবদন্তি শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সঙ্গীত সোম।

শাহরুখকে উদ্দেশ করে শিবসেনার নেতা সঞ্জয় নিরুপমও কড়া মন্তব্য করেছিলেন।

“যখন পুরো দেশ বাংলাদেশকে নিয়ে ক্ষিপ্ত, তখন ভারতের যে কেউ, যার বাংলাদেশিদের সঙ্গে সামান্য হলেও সম্পর্ক আছে, সে সেই রাগের লক্ষ্য হতে পারে। যদি শাহরুখ খানের দলে একজন বাংলাদেশি খেলোয়াড় থাকে, সে কারণে তিনি লক্ষ্য হওয়ার আগে আমরা শাহরুখকে তার দলে থাকা বাংলাদেশিকে সরানোর অনুরোধ করছি।”

বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলে সুযোগ দেওয়ার সমালোচনা এসেছে কংগ্রেসের তরফ থেকেও।

কংগ্রেস নেতা সুপ্রিয়া শিরনাতে দাবি করেছেন, আইপিএলের নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের অংশ নেওয়ার অনুমতি কে দিয়েছে—সবার আগে এটা বের করা উচিত।

সুপ্রিয়া বলেছিলেন, “সবার আগে আমি জানতে চাই (নিলামের) পুলে বাংলাদেশের খেলোয়াড়দের রেখেছেন কে। এই প্রশ্ন বিসিসিআই এবং আইসিসির কাছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহর উত্তর দেওয়া উচিত বাংলাদেশের খেলোয়াড়দের পুলে রেখেছেন কে, যেখানে আইপিএল খেলোয়াড়দের কেনাবেচা করা হয়…তিনি আইসিসির প্রধান এবং বিশ্বজুড়ে ক্রিকেটে প্রধান সিদ্ধান্তগ্রহণকারী।”

এরকম তীব্র প্রতিক্রিয়ার মধ্যে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশনা এলো।

আরও পড়ুন

সর্বশেষ

ads