ফ্রান্সে মানবপাচারে সহায়তার দায়ে ভারতীয়কে সাজা

France Indian

অবৈধ অভিবাসনে সহায়তার দায়ে ২৮ বছর বয়সী এক ভারতীয় যুবককে সাজা দিয়েছে ফ্রান্সের বায়োন শহরের আদালত। তাকে ৩০ মাসের সাজা দেওয়া হয়েছে।

নয় সিটের একটি গাড়িতে মোট ১৬ জন অনিয়মিত অভিবাসীকে নিয়ে বিরিয়াতো সীমান্ত অতিক্রমের সময় গত ১৬ জানুয়ারি ফ্রান্স-স্পেন সীমান্তের হেন্দায় শহর থেকে ওই যুবককে আটক করা হয়, যিনি গাড়িটির চালকের আসনে ছিলেন।

ওই যুবকের নাম পরিচয় কর্তৃপক্ষ প্রকাশ না করলেও তার পর্তুগালের বৈধ রেসিডেন্স পারমিট রয়েছে বলে স্থানীয় সংবাদপত্র ফ্রান্স ব্লুতে উল্লেখ করা হয়। তিনি ২০২৩ সাল থেকে দেশটিতে বসবাস করছিলেন।

গাড়িতে উদ্ধার হওয়া অভিবাসীদের সবাই ভারতীয় এবং পাকিস্তানের নাগরিক।

সোমবার আদালতের শুনানিতে অভিযুক্ত বলেন, অসুস্থ মা এবং প্রতিবন্ধী বাবাকে সাহায্য করার জন্য তার অর্থের প্রয়োজন ছিল।

পর্তুগালের একজন ব্যক্তির কাছ থেকে ‘নির্দেশ’ পেয়ে অনিয়মিত অভিবাসীদের পরিবহনের দায়িত্ব পালন করছিলেন বলেও আদালতকে জানান তিনি।

এর আগে ২০২৩ সালের জুন মাসে স্পেনের লেরিদা থেকে ফ্রান্সের তুলুজ শহরে অনিয়মিত অভিবাসীকে অবৈধভাবে পরিবহনের অভিযোগে গ্রেপ্তার ও কারাদণ্ডের কথা শোনা গিয়েছিল।

সেসময় নয় আলজেরীয়কে কারাদণ্ড দেওয়া হয় বিভিন্ন মেয়াদে।

আরও পড়ুন