মাসিক ভাতা নিয়ে ‘অসন্তুষ্ট’ পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা শেষ খবর পাওয়া পর্যন্ত ছাড়েননি ঢাকার ব্যস্ততম সড়ক। মোমবাতি জ্বালিয়ে অবস্থান করছিলেন তারা।
তাদের দাবি, জানুয়ারি থেকে তাদেরকে মাসিক ভাতা হিসেবে ৩৫ হাজার টাকা দিতে হবে।
রোববার দিনের প্রথমভাগ থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ চত্বরে অবস্থান নিলে তীব্র জট লেগে যায় গোটা সড়কে।
ওদিকে, হাসপাতালগুলোতে কাজে যোগ না দেওয়ায় ঢাকাসহ বিভিন্ন জেলায় চিকিৎসা সেবা বাধাগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের সমন্বয়ক মো. নুরুন্নবীকে উদ্ধৃত করে রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, সরকারের দেওয়া ৩৫ হাজার টাকা ভাতার প্রস্তার তারা মেনে নিয়েছেন। তবে তা জুলাই নয়, জানুয়ারি থেকেই তা বাস্তবায়ন করতে হবে।
বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে দুপুরের পর আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর।
হেয়ার রোডে সায়েদুরের বাসায় অনুষ্ঠিত বৈঠকে অংশ নেওয়া এনডিএফ নেতা আতিয়ার রহমান জানান, বৈঠকে অধ্যাপক সায়েদুর সরকারের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করেছেন; তবে তা জুলাই থেকে, বাজেটে অন্তর্ভুক্ত করার পর।
আন্দোলনরত চিকিৎসকদের একজন মোহাম্মদ তানভীর রহমান দীপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দাবি ছিল ৫০ টাকার ভাতা। আলোচনার মাধ্যমে সরকার বলেছে ৩৫ টাকা ভাতা দেবে, সেটাই আমরা মেনে নিয়েছি।
“তবে ৩৫ হাজার টাকা দিতে হবে জানুয়ারি মাস থেকে। এ বিষয়ে সোমবারের মধ্যেই প্রজ্ঞাপন জারি করতে হবে।”
সারাদেশে প্রায় ১০ হাজার পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসক রয়েছেন। দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে উচ্চতর শিক্ষার পাশাপাশি তারা হাসপাতালে রোগীদের সেবা দেন।
ভাতা বাড়ানোর দাবিতে ২০২২ সাল থেকে আন্দোলন চালিয়ে আসছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। তাদের আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে জুলাই মাসে মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়।
পরে ওই ভাতা ‘যৌক্তিক নয়’ দাবি করে আপত্তি জানিয়ে আসছিলেন আন্দোলনকারীরা।