আইফোন ১৭ প্রো ম্যাক্স বাজারে আসার দিন ক্ষণ ঠিক হয়নি। এরইমধ্যে প্রযুক্তি জগতে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। ধারাবাহিক তথ্য ফাঁস, গুজব এবং অনুমানের ভিত্তিতে এই ডিভাইসকে ঘিরে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে।
কী কারণে এটি এত হৈ চৈ এই আইফোন নিয়ে?
আইফোন ১৭ প্রো ম্যাক্সের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে ক্যামেরা প্রযুক্তি। অ্যাপল ১২ মেগাপিক্সেলের বর্তমান টেলিফটো লেন্সের পরিবর্তে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আনতে পারে।
পাশাপাশি, ২৪ মেগাপিক্সেলের একটি নতুন ডিজাইনের ফ্রন্ট ক্যামেরা, যা উন্নত লো-লাইট ক্ষমতাসম্পন্ন, সেলফি এবং রাতের ফটোগ্রাফিকে আরও নিখুঁত করে তুলবে বলে আশা করা হচ্ছে।
আইফোন ১৭ সিরিজের আরেকটি আকর্ষণীয় দিক হতে পারে উন্নত তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।
চীনা প্রযুক্তি সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যাপল সম্পূর্ণ সিরিজে অত্যাধুনিক ভেপার চেম্বার থার্মাল সিস্টেম যুক্ত করছে। প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিতে জনপ্রিয় এই প্রযুক্তি গেমিং এবং ভিডিও এডিটিংয়ের কাজেও ডিভাইসের স্টেবিলিটি বজায় রাখবে।
আইফোন ১৭ প্রো ম্যাক্সের সঙ্গে অ্যাপল একটি নতুন ডিজাইনের যুগ শুরু করতে পারে। আইকনিক টপ-লেফট ক্যামেরার পরিবর্তে মাঝখানে ক্যামেরা বিন্যাসের সম্ভাবনা আছে বলে আলোচনায় চলছে, যা ডিভাইসের পেছনের দিকে একটি বড়, স্পষ্ট ক্যামেরা বাম্প তৈরি করবে।
পারফরম্যান্সে বিপ্লব আনতে পারে এ১৯ প্রো চিপসেট। মোবাইল প্রসেসিং ক্ষমতায় দীর্ঘদিনের উপরের সারিতে থাকা অ্যাপল, স্ন্যাপড্রাগনের প্রতিযোগিতার মুখে চিপসেটের দক্ষতা আরও বাড়ানোর চেষ্টা করছে। গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের মতো উচ্চ-কর্মক্ষমতার ক্ষেত্রে অ্যাপল তার অবস্থান আরও দৃঢ় করার লক্ষ্যে কাজ করছে।
আইফোন ১৭ প্রো ম্যাক্সে আরও কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। অ্যাপলের নিজস্ব মডেম চিপ আনতে পারে। ডায়নামিক আইল্যান্ড ফিচার অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া শক্তিশালী ব্যাটারি এবং উন্নত স্পিকার সিস্টেম থাকতে পারে আই ফোন ১৭ প্রো ম্যাক্সে।
অ্যাপল এখনও আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে বলা যায়, সেপ্টেম্বর মাসে এটি বাজারে আনা হতে পারে।
গত বছর ৯ সেপ্টেম্বর আইফোন ১৬ সিরিজ লঞ্চ হয়েছিল। সেই অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরেই আইফোন ১৭ সিরিজ আসার সম্ভাবনা রয়েছে।