প্রমোদতরীতে ভ্রমণবিলাস, বরখাস্ত ইরানি ভাইস প্রেসিডেন্ট

প্রমোদতরী এমভি প্ল্যানসিয়াসের সামনে দাঁড়িয়ে দাবিরি ও তার স্ত্রীর তোলা এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ইরানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।
প্রমোদতরী এমভি প্ল্যানসিয়াসের সামনে দাঁড়িয়ে দাবিরি ও তার স্ত্রীর তোলা এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ইরানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

নববর্ষ উপলক্ষ্যে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে বিলাসিতা করায় বরখাস্ত হলেন ইরানের পার্লামেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট শাহরাম দাবিরি।

ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষ্যে প্রমোদতরীতে করে অ্যান্টার্কটিকায় বিলাসবহুল ভ্রমণে গিয়ে জনরোষের জন্ম দেওয়ায় দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান তাকে বরখাস্ত করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলা হয়েছে, “দেশের চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে এই ভ্রমণ অযৌক্তিক এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এর আগে প্রমোদতরী এমভি প্ল্যানসিয়াসের সামনে দাঁড়িয়ে দাবিরি ও তার স্ত্রীর তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ইরানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

শনিবার দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “সরকার যদি প্রথম শিয়া ইমাম আলীর মূল্যবোধ অনুসরণ করতে চায়, তাহলে সরকারি কর্মকর্তাদের বিলাসিতা, তা ব্যক্তিগত খরচে হলেও, মোটেই সমর্থনযোগ্য নয়।”

ইরান বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে রয়েছে এবং দেশের অর্থনীতি মারাত্মক চাপের মুখে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ইরানে বেকারত্বের হার ৮ দশমিক ৪ শতাংশ এবং বার্ষিক মুদ্রাস্ফীতির হার ২৯ দশমিক ৫ শতাংশ।

প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে আরও বলেন, দাবিরির এই কার্যকলাপ ‘সরলতার নীতির সম্পূর্ণ পরিপন্থী’, অথচ এই সরলতার নীতি কোনো সরকারি কর্মকর্তার প্রাথমিক গুণ হওয়া উচিত।

বিশ্বের সবচেয়ে ঠান্ডা ও জনবিরল মহাদেশ অ্যান্টার্কটিকায় সাধারণত বিজ্ঞানী ও অভিজ্ঞ অভিযাত্রীরাই বেশি যান। তবে সাম্প্রতিক বছরগুলোতে ক্রুজে অ্যান্টার্কটিকা ভ্রমণও জনপ্রিয় হয়ে উঠেছে।

দাবিরির ছবিতে দেখা ডাচ জাহাজটি ১৯৭৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত রয়্যাল নেদারল্যান্ডস নৌবাহিনী সামরিক ও বেসামরিক গবেষণায় ব্যবহার করেছিল। বর্তমানে জাহাজটি অ্যান্টার্কটিকায় পর্যটক ভ্রমণে নিয়োজিত।

প্রমোদতরী এমভি প্ল্যানসিয়াসে অ্যান্টার্কটিকা ভ্রমণ প্যাকেজের ন্যূনতম খরচ ৬ হাজার ৬৮৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ টাকার বেশি। তবে দাবিরি ও তার স্ত্রী কোন প্যাকেজ বেছে নিয়েছিলেন তা জানা যায়নি।

গত বছর হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর অর্থনীতি পুনরুদ্ধার ও জনজীবনের মানোন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন পেজেশকিয়ান।

ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দাবিরির বিলাসবহুল ভ্রমণ নিয়ে জনমনে ক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্টের সমর্থকরা তাকে পদচ্যুত করার আহ্বান জানিয়েছিলেন। এর প্রেক্ষিতে পেজেশকিয়ান দাবিরিকে বরখাস্ত করেন।

আরও পড়ুন