ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে মেয়র হিসেবে শপথ নিতে তার আর কোনো বাধা নেই।
রায়ের পর ইশরাক বলেছেন, দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আশা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন ।
ইশরাক হোসেনের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন গণমাধ্যমকে বলেন, ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা নেই। যদি শপথ না পড়ানো হয়, সেটা হবে আদালত অবমাননা।
এর আগে, বুধবার রিট আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। এদিন আদেশ দেয়ার কথা থাকলেও দুই পক্ষের পুনরায় শুনানি হয়। এরপর আদেশের জন্য আজকের দিন ধার্য করে হাইকোর্ট।
২০২০ সালে অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে হেরে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে মামলা করেছিলেন। ক্ষমতার পালাবদলের পর এই বছর ট্রাইব্যুনাল রায় দেয় এবং তাতে ইশরাককে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর নির্বাচন কমিশন ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
একইভাবে অভ্যুত্থানের পর আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসাবে শপথ নেন বিএনপি নেতা শাহাদাত হোসেন। কিন্তু ঢাকায় ইশরাকের শপথ আয়োজনে স্থানীয় সরকার মন্ত্রণালয় গড়িমসি শুরু করে, যে মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অভ্যুত্থানের ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গত ১৪ই মে বিএনপির এই নেতাকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।
এতে ক্ষুব্ধ হয়ে ইশরাকের সমর্থক বিএনপি নেতা-কর্মীরা এক সপ্তাহ আগে ঢাকা দক্ষিণের নগর ভবন অবরোধ করে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাকের ডাকে কর্মসূচি শুরু হলেও তার পেছনে যে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন রয়েছে, তা নেতাদের কথায় স্পষ্ট।
ইশরাক সমর্থকদের টানা কর্মসূচির মধ্যেই আদালতের আদেশ এলো।
আদালতের রায়ে মেয়র পদে শপথ গ্রহণে বাধা না থাকার খবর এলেও আন্দোলনকারীদের রাস্তা না ছাড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ না করা পর্যন্ত নেতাকর্মীদেরকে আন্দোলন চালিয়ে যেতে বলেছেন তিনি।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
ওই পোস্টে তিনি লেখেন, “আন্দোলনকারী ভাইদের বলবো এইসব মূলা দিয়ে গাধা বস করা যায় আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আশা পর্যন্ত চলেছে লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।”
অবশ্য বিকেলে ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন তিনি।