গাজায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ৭ শিশুর মৃত্য

প্রতীকী ছবি!
প্রতীকী ছবি!

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় সাত শিশুসহ একই পরিবারের ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স রেসকিউ এজেন্সি।

আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, শুক্রবার সন্ধ্যায় টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় উদ্ধারকারীরা জাবালিয়ায় খাল্লা পরিবারের বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করছে।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, “নিহতদের সবাই একই পরিবারের, যার মধ্যে সাতটি শিশু রয়েছে, যাদের সবার বয়স ছয় বছরের মধ্যে।”

বিমান হামলায় আরও ১৫ জন আহত হয়েছে বলেও জানান বাসাল।

এদিকে গাজার চিকিৎসকদের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, বিমান হামলায় নুসেইরাত শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্টে আরও ৮জন নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল, যা গড়িয়েছে ১৪তম মাসে।

গাজা কর্তৃপক্ষের দাবি, ইসরায়েলি হামলায় ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।তাদের বেশিরভাগই বেসামরিক আর যুদ্ধে তাণ্ডবে ২৩ লাখ জনসংখ্যার অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছে।

গাজার উপকূলীয় অঞ্চলের বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের মধ্যে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে গেলেও এখন পর্যন্ত সেই উদ্যোগ আলোর মুখ দেখেনি।

আরও পড়ুন