ভিসা প্রক্রিয়ায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি ভিসা বাণিজ্য রোধে ভিসা আবেদনকারীদের তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের এড়ানোর অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস।
ইতালিতে ভিসা বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকায় দেশটির দূতাবাসের তিন কর্মকর্তাসহ পাঁচজনকে আটকের খবর আসার পর ঢাকাস্থ ইতালি দূতাবাসের পক্ষ থেকে এমন অনুরোধ এলো।
ভিসা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার প্রেক্ষাপটে ইতালি দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইতালি ও বাংলাদেশ উভয় দেশের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
শনিবার ইতালি দূতাবাসের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাস উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিচ্ছে এবং বাংলাদেশ ও ইতালি থেকে করা জালিয়াতি কার্যকলাপ বোঝা ও শনাক্তকরণে সক্রিয়ভাবে অবদান রেখেছে।
এতে বলা হয়, ভিসা আবেদনকারীদের তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের এড়াতে এবং দূতাবাস এবং ভিএফএস গ্লোবাল কর্তৃক নির্ধারিত কনস্যুলার এবং পরিষেবা ফি এর বাইরে কোনো অর্থ না দিতে অনুরোধ করা যাচ্ছে। ভিসা আবেদন প্রক্রিয়া চলাকালীন যে কোনও অসদাচরণ সম্পর্কে আবেদনকারীদের দূতাবাসে রিপোর্ট করতে বলা হয়েছে।
ইতালি থেকে অতিরিক্ত কর্মী মোতায়েনের কারণে সাম্প্রতিক সময়ে ভিসা প্রক্রিয়াকরণের সময় কমে এসেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করে বলা হয়, আগামী মাসগুলোতে বিদ্যমান সমস্যাগুলো কেটে যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতালীয় পুলিশ (গার্ডিয়া ডি ফিনাঞ্জা) কর্তৃক পরিচালিত একটি তদন্তের পর সম্প্রতি দূতাবাসের দুই সাবেক কর্মী এবং ইতালি ও বাংলাদেশের আরও বেশ কয়েকজন অভিযুক্ত আটক হয়েছে।
এই অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে দিতে এবং অভিবাসীদের নির্যাতন ও শোষণ থেকে রক্ষার লক্ষ্যে দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর যাচাইকরণ ব্যবস্থার ওপর জোর দিয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।