আইনি জটিলতায় প্রায় দুই মাস স্থগিত থাকার পর অবৈধ অভিবাসীদের ফের আলবেনিয়ায় থাকা নিজেদের ‘শিবিরে’ পাঠাতে শুরু করেছে ইতালি।
এরই মধ্যে ভূমধ্যসাগর পেরিয়ে ইতালিতে প্রবেশ করা বাংলাদেশিসহ ৪৯ জন অবৈধভাবে অভিবাসীকে জাহাজে তুলে দেওয়া হয়েছে।
ইতালীয় সংবাদ সংস্থা আনসার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
রোববার ইতালির লাম্পেদুসার ফাভারোলো বন্দর থেকে বাংলাদেশ, মিশর, গাম্বিয়া ও আইভরি কোস্টের ৪৯ জন অভিবাসী নিয়ে আলবেনিয়ার সেনজিন বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় নৌবাহিনীর জাহাজ ‘ক্যাসিওপেয়া’।
আলবেনিয়া ও ইতালির মধ্যকার চুক্তি অনুযায়ী, নারী, শিশু ও দুর্বল ব্যক্তিদের ওইসব ইতালীয় শিবিরে পাঠানো যাবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার হওয়া অন্তত ৫৩ জন অবৈধ অভিবাসী আলবেনিয়ায় স্থানান্তর এড়াতে স্বেচ্ছায় তাদের পাসপোর্ট দেখিয়েছেন।
আবহাওয়া ঠিক থাকলে সোমবার দিবাগত রাতে আলবেনিয়ায় পৌঁছানোর কথা তাদের।
এসব অভিবাসীদের প্রাথমিকভাবে আলবেনিয়ায় নির্মিত ইতালীয় অভিবাসী শিবিরে রাখা হবে, পরে দ্রুত সময়ের মধ্যে আশ্রয় প্রক্রিয়া সম্পন্ন করে বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত বছর মে মাসে ইতালির মন্ত্রী পরিষদের তৈরি করা ‘নিরাপদ দেশের’ তালিকায় ১৭ দেশের মধ্যে ছিল বাংলাদেশের নাম।
ইতালির অভিবাসন আইন ২০০৮-এর ২৮ নাম্বার ধারার ২৫ অনুচ্ছেদ অনুযায়ী এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গেজেটে থাকা এসব ‘নিরাপদ দেশের’ নাগরিকদের মধ্যে যারা অবৈধভাবে দেশটিতে প্রবেশ করবে তাদের থাকার অনুমতি না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। যেসব দেশে যুদ্ধ নেই বা দেশত্যাগের মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি, সেসব দেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে তালিকাভুক্ত করে ইতালি।
এসব দেশ থেকে যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করবে, তাদের ইতালি থেকে আলবেনিয়ায় পাঠানোর কথা বলা হয়।