দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে অবস্থান করা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা। বুধবার থেকে টানা সেখানেই অবস্থান করছেন তারা।
৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা, জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন ও প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনের তিন দফা দাবিতে তাদের এই কর্মসূচি।
এদিকে বৃহস্পতিবারও কাকরাইল মোড়ে আন্দোলনকারীদের অবস্থানের কারণে ওই এলাকার সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে, তৈরি হয়েছে যানজট।
বুধবার সারারাত কাকরাইলে সড়ক আটকে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক সংগঠনের প্লাটফর্ম জবি ঐক্য।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ১২টার দিকেও অবস্থান করছিলেন শিক্ষার্থীরা। তাদের আগের দাবির সঙ্গে যুক্ত হয়েছে বুধবার ছাত্র-শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদ।
আগেরদিন দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ করেন শিক্ষার্থীরা। পথে, পুলিশশের লাঠিপেটা-জলকামান-টিয়ারশেলে পণ্ড হয়ে যায় তাদের লংমার্চ, আহত হয় অর্ধশতাধিক ছাত্র ও শিক্ষক।
এরপর থেকেই কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন তারা। বুধবার রাতে সেখানে গিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও তেমন কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি।
এ সম্পর্কিত আরও খবর:
শীতল পানির পরশ নয়, লাঠিপেটা-জলকামান-টিয়ারশেলে পণ্ড লংমার্চ, আহত অর্ধশতাধিক