‘শাটডাউনের’ পর এবার গণঅনশনে বসছে জগন্নাথের শিক্ষক-শিক্ষার্থীরা

রাতে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন।
রাতে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন।

তিন দফা দাবি আদায়ে শুক্রবার দুপুর থেকে গণঅনশনে বসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। একইসঙ্গে সড়ক না ছাড়ারও ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছউদ্দীন এ ঘোষণা দেন।

তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের মতামতের ভিত্তিতে ‘জবি ঐক্যের’ পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হলো।

তিনি আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড়েই অবস্থান করবেন শিক্ষার্থীরা।

রইছউদ্দীন বলেন, আমরা সরকারের কাছে আমাদের অধিকার আদায়ের দাবি জানিয়েছিলাম। তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের বেধড়ক মেরেছে কিন্তু আমাদের অধিকারের বিষয়ে কর্ণপাত করেনি। এমনকি ৩৫ ঘণ্টা পার হলেও কোনো সিদ্ধান্ত জানায়নি প্রশাসন। সরকার থেকে কোনো বার্তা আসেনি।

তিনি বলেন, দাবি আদায়ে শিক্ষক-শিক্ষার্থীরা কাল জুমার পর গণঅনশন শুরু করবেন। এতে সাবেক ও বর্তমান জবিয়ানদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

শুক্রবার সকাল ১০টা থেকে আন্দোলনস্থলে জবিয়ান সমাবেশ শুরু হবে।

এছাড়া, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে পুলিশ কতৃক শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কালো দিবস পালনের ঘোষণা দেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

কাকরাইলে জগন্নাথের শিক্ষার্থীরাদের অবস্থান, দাবি আদায় হলে ছাড়বেন সড়ক

জবি শিক্ষার্থীদের লংমার্চে লাঠিপেটা-টিয়ারশেল নিক্ষেপ, অর্ধ শতাধিক আহত 

শীতল পানির পরশ নয়, লাঠিপেটা-জলকামান-টিয়ারশেলে পণ্ড লংমার্চ, আহত অর্ধশতাধিক

আরও পড়ুন

সর্বশেষ

ads