চব্বিশের জুলাই আন্দোলনের সময়ে দলের জ্যেষ্ঠ অনেক নেতার বিরুদ্ধে দেওয়া ‘মিথ্যা মামলা’ ও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না জাতীয় পার্টি।
রোববার সন্ধ্যায় বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সঙ্গে এক বৈঠকে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এসব কথা বলেন।
রাজধানীর একটি হোটেলে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির পক্ষে দলের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত প্রেসিডিয়াম সদস্য মাশরুর মওলা বৈঠকে অংশ নেন।
আর কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সঙ্গে ছিল ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।
বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল কমনওয়েলথ মহাসচিবকে জানান, নির্বাচনে জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রশাসন দু’ভাগে বিভক্ত, সারাদেশে মব চলছে। জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি।
দলটির নেতাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার কথাও কমনওয়েলথ প্রতিনিধি দলকে অবহিত করেন জাতীয় পার্টির নেতারা।
তারা সাফ জানিয়ে দিয়েছেন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে, জাপা নির্বাচনে অংশগ্রহণ করবে না।
বৈঠকের পর এসব তথ্য সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় পার্টির নেতা মাসরুর মওলা।
তিনি সাংবাদিকদের বলেন, “কমনওয়েলথ মহাসচিবকে জানানো হয়েছে, জাতীয় পার্টি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু নির্বাচনের পরিবেশ নেই।”



