চোখ ধাঁধানো নৈপুণ্যে ফের ফ্রান্সের বর্ষসেরা এমবাপে

কিলিয়ান এমবাপে
কিলিয়ান এমবাপে

গোটা মৌসুমজুড়ে চোখ ধাঁধানো নৈপুণ্যের স্বীকৃতি পেলেন পিএসজির কিলিয়ান এমবাপে। পেলেন ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।

২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড় হিসেবে শনিবার নাম আসে এমবাপের, যা তার টানা দ্বিতীয় অর্জন।

২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড এ পর্যন্ত চারবার জিতেছেন ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর এই পুরস্কার।

ফ্রান্স ফুটবলের এই পুরস্কার দেওয়ার রীতি চালু হয় ১৯৫৯ সালে। প্রথমদিকে শুধু ফ্রান্সে খেলা ফরাসি ফুটবলারদের বিবেচনা করা হলেও ১৯৯৬ সাল থেকে ফ্রান্সের বাইরে খেলা ফরাসি ফুটবলারদেরও এই পুরস্কারের জন্য বিবেচনা করা হচ্ছে।

২০২৩-২৪ মৌসুমে পিএসজির হয়ে এমবাপে গোল করেন ৫২টি, ষষ্ঠবারের মতো জেতেন লিগ আঁ শিরোপা। ফরাসি কাপ জয়ের স্বাদও নেন তিনি।

শ্রেষ্টত্বের লড়াইয়ে এমবাপের পেছনে ছিলেন আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা। তৃতীয় এসি মিলান গোলরক্ষক মাইক মিয়াঁ।

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে গত গ্রীষ্মে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপে। এই মৌসুমে স্পেন ও ইউরোপ চ্যাম্পিয়নদের হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচে ১২টি গোল পেয়েঝেন এমবাপে, আর সতীর্থদের গোলে সহায়তা করেছেন দু’বার।

এমবাপের বর্তমান ক্লাবের দুই সতীর্থও ‘ফ্রান্স ফুটবলের’ সেরা পাঁচে রয়েছেন; এদুয়ার্দো কামাভিঙ্গা চতুর্থ ও অহেলিয়া চুয়ামেনি পঞ্চম।

আরও পড়ুন