উইন্ডিজ সফরে রিতুর জায়গায় লতা

ফাইল ছবি।
ফাইল ছবি।

সরাসরি নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার চ‍্যালেঞ্জে নামার আগে পেস বোলিংয়ে শক্তি হারিয়েছে বাংলাদেশ। ছন্দে হারিয়ে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার রিতু মণি। ছুটি চাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরের জন‍্য জাহানারা আলমের নাম বিবেচনায় নেননি নির্বাচকরা। পেস বোলিংয়ে সামর্থ‍্যের জন‍্য দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার লতা মণ্ডল।

সফরের এক সপ্তাহ আগে সোমবার ১৬ সদস‍্যের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি।

ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম। দুই সংস্করণেই আছেন লতা। ২০২৩ সালের ডিসেম্বরে সবশেষ দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেন তিনি। আর ওয়ানডেতে তার সবশেষ ম্যাচ ২০২৩ সালের জুলাইয়ে, ভারতের বিপক্ষে।

দেড় বছরের বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন ফারজানা হক। ওয়ানডেতে নিয়মিত হলেও সাদা বলের অন‍্য সংস্করণে সেভাবে সাফল‍্য পাননি ৩১ বছর বয়সী এই ব‍্যাটার।

এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন মারুফা আক্তার ও সুলতানা খাতুন। তারাও ফিরেছেন দলে। 

বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই সফর। ভারতে অনুষ্ঠেয় আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে অন্তত ৩ পয়েন্ট পেতে হবে তাদের।

নির্ধারিত ২৪ ম্যাচ শেষ করে ২১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে করছে নিউ জিল‍্যান্ড। ২১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সাতে বাংলাদেশ।

সরাসরি বিশ্বকাপে খেলা সম্ভাবনা শেষ হয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি জয়ে বাংলাদেশের পয়েন্ট হবে ২১। অন‍্য দুই ম‍্যাচে ১ পয়েন্ট পেলেই সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে নিগার সুলতানার দল।

আগামী ১৯, ২১ ও ২৪ জানুয়ারি হবে ওয়ানডে তিনটি। এরপর ২৭, ২৯ ও ৩১ তারিখ হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।

ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার, মারুফা কাতার।

আরও পড়ুন