জুলাই আন্দোলন থেকে নেত্রী, ‘অনিয়ন্ত্রিত জীবনযাপনের’ দায়ে এবার বাদ

চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজা।
চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মুখপাত্র ফাতেমা খানম লিজার বিরুদ্ধে ‘মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের’ অভিযোগ ওঠার পর তাকে সংগঠনটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অবশ্য অভিযোগ অস্বীকার করে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

তিনি বলেছেন, সম্পূর্ণ ‘বেইসলেজ ইস্যু’ তার বিরুদ্ধে দাঁড়া করানো হয়েছে। প্রমাণ করতে না পারলে তিনি আইনি ব্যবস্থা নেবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শনিবার তাকে অব্যাহতি দেওয়ার কথা বলা হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি/ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণঅভ্যুত্থানের প্রায় ১৪০০ শহীদ ও অর্ধলক্ষ আহতদের ওপর দাঁড়ানো এ প্ল্যাটফর্মের এমন অনিয়ন্ত্রিত ও অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। সে কারণে ফাতেমা খানম লিজাকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের এই আহ্বায়ক বিজ্ঞপ্তির বিষয়ে কথা বলতে রাত সাড়ে ৯টার দিকে ফেইসবুক লাইভে আসেন লিজা।

ভিডিওতে তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন আমার বিরুদ্ধে যে দুটি অ্যালিগেশন দিয়েছে। প্রথমত মাদকসেবনকারী, দ্বিতীয়ত অনিয়ন্ত্রিত জীবন নিয়ে। সম্পূর্ণ বেইসলেজ একটা ইস্যু। আমার কথা একটাই, যদি তারা আগামী দুই ঘণ্টার মধ্যে মাদকের বিষয়ে প্রমাণ করতে না পারে, আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।”

লিজার আল্টিমেটামের সময় পেরিয়ে গেলেও তিনি কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন এমন খবর দ্য সান ২৪ নিশ্চিত করতে পারেনি।

আরও পড়ুন

সর্বশেষ

ads