একের পর এক ব্যর্থতার চড়া মাশুলই দিতে হলো লিটন দাসের। নিজেকে খুঁজে ফেরা অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান বাদ পড়লেন দল থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেলেন টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন।
সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্সের পরও দলে জায়গা হয়নি পেসার মাহমুদের।
ওয়ানডেতে ২০২৪ সাল ভীষণ বাজে কেটেছে লিটনের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফিফটি করার পর আর সেভাবে রানের দেখাই পাননি তিনি। গত প্রায় ১৫ মাসে খেলা ১৩ ইনিংসে নেই কোনো ফিফটি। সবশেষ সাত ইনিংসে সর্বোচ্চ কেবল ছয়! ওয়েস্ট ইন্ডিজে সবশেষ ওয়ানডে সিরিজে তিন ইনিংস মিলিয়ে তার রান ছিল কেবল ৬। পরে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ মিলিয়ে করেন ১৭ রান।
ব্যাট হাতে এই ফর্মহীনতার চড়া মাশুল দিয়েই দলে জায়গা হারালেন লিটন।
গতির ঝড় তোলে সাড়া ফেলে দেওয়া নাহিদ রানা প্রথমবারের মতো জায়গা পেলেন কোনো আইসিসি টুর্নামেন্টে। অনুমিতভাবে ফিরলেন মুস্তাফিজুর রহমান। দলে অন্য দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দলে থাকা পারভেজ হোসেন ধরে রেখেছেন জায়গা। ওই সিরিজে কোনো ম্যাচ খেলতে না পারা ২২ বছর বয়সী ব্যাটসম্যানের এখনও ওয়ানডে অভিষেক হয়নি।
আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই দলে পরিবর্তন আনা যাবে।
জাতীয় দলে আর না ফেরার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ায় স্বাভাবিকভাবেই নেই তামিম ইকবাল। বোলিংয়ে নিষিদ্ধ থাকায় শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারতেন সাকিব আল হাসান। তবে তিনি দলে আসতে পারতেন কেবল অলরাউন্ডার হিসেবেই। তাই নেই তিনিও।
চোটের জন্য সবশেষ সিরিজে না থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয় ফিরেছেন অনুমিতভাবেই। চোটের জন্য চলমান বিপিএলে এখনও খেলতে না পারা সৌম্য সরকারও আছেন দলে। বাদ পড়েছেন আফিফ হোসেন।
দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে বাংলাদেশ। চার দিন পর তারা মুখোমুখি হবে পাকিস্তানের। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি শান্তর দল খেলবে নিউ জিল্যান্ডের বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।
বাদ: লিটন কুমার দাস, আফিফ হোসেন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
দলে ফিরলেন: নাজমুল হেসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান।