চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর থেকে আলোচনায় লিটন দাস। সন্ধ্যা পেরিয়ে রাতে সেটা উচ্চকিত হলো আরও। বিপিএলে স্থানীয় ব্যাটসম্যানদের মধ্যে যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই স্টাইলিশ ব্যাটসম্যান। তার জ্বলে উঠার দিনে সেঞ্চুরি করেছেন তানজিদ হাসানও।
দুর্বার রাজশাহীর বিপক্ষে রোববার ২০ ওভারে ১ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ গড়ে ঢাকা ক্যাপিটালস। শেষ ওভারে আউট হন তানজিদ, পুরো ২০ ওভার ব্যাট করেন লিটন। তাদের ব্যাটে একরকম ঝড় বয়ে গেছে রেকর্ড বইয়ে।
বিপিএলের ইতিহাসে এই প্রথম কোনো দলের রান আড়াইশ ছাড়াল। আগের সর্বোচ্চ ২৩৯ ছিল যৌথভাবে দুটি দলের।
টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরিতে ৫৫ বলে ১২৫ রান করেন লিটন। ৪৪ বলে তিন অঙ্ক স্পর্শ করা ওপেনারের ইনিংস সাজানো ১০ চার ও ৯ ছক্কায়।
বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আগের দ্রুততম সেঞ্চুরি ছিল তামিম ইকবালের (৫০ বলে)। এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদের (৪০ বলে)।
৬ চার ও ৮ ছক্কায় ৬৪ বলে ১০৮ করে আউট হন তরুণ বাঁহাতি ওপেনার তানজিদ। টি-টোয়েন্টি ক্রিকেটে তার দ্বিতীয় সেঞ্চুরি এটি।
উদ্বোধনী জুটিতে দুজনে তোলেন ২৪১ রান। বিপিএলে যে কোনো উইকেটে এটাই সেরা জুটি।
শুরুর জুটিতে দুইশ রান এই প্রথম দেখল বিপিএল। টি-টোয়েন্টি ক্রিকেটেই উদ্বোধনী জুটিতে এর চেয়ে বড় জুটি আছে আর কেবল একটি।
টস হেরে ব্যাটিংয়ে নামা ঢাকার ব্যাটিংয়ে এমন ধ্বংসলীলার আভাস ছিল না শুরুতে। প্রথম চার ওভারে রান ছিল ২২।
এর মধ্যেই সানজামুল ইসলামের বলে জীবন পান লিটন। ৫ রানে তার ক্যাচ ছাড়েন কিপার আকবর আলি।
পঞ্চম ওভারে সেই সানজামুলকে দুটি চার দুটি ছক্কা মেরে তাণ্ডবের শুরু করেন তানজিদ। পরের ওভারে এসএম মেহরবকে দুটি চার ও এক ছক্কায় হাত খোলেন লিটন। এরপর ছুটতে থাকে দুজনের রানের রথ।
৯ ওভারে শতরান পেরিয়ে যায় দল। রানের গতি আরও বাড়িয়ে সপ্তদশ ওভারে ঢাকার রান স্পর্শ করেন দুইশ।
বিপিএলে উদ্বোধনী জুটিতে আগের সর্বোচ্চ ছিল সেই ২০১৩ আসরে শাহরিয়ার নাফীস ও লু ভিনসেন্টের ১৯৭।
শফিউলের ব্যাটে সোজা ব্যাটে চার মেরে শতরানে পা রাখেন লিটন। তার উদযাপনে খুব উচ্ছ্বাস দেখা যায়নি। ১০৪ রানে আরেক দফায় জীবন পান লিটন, এবার ক্যাচ ছাড়েন সানজামুল।
শেষ ওভারে শফিউলকে চার মেরে শতরানে পৌঁছে যান তানজিদ। পরের বলে একটি ছক্কা মেরে আউট হয়ে যান তিনি ওভারের তৃতীয় বলে।
শেষ বলে ছক্কায় ইনিংস শেষ করেন লিটন। এই প্রথম বিপিএলে কোনো ইনিংসে সেঞ্চুরির দেখা পেলেন লাদেশের দুই ব্যাটসম্যান।