হোয়াটসঅ্যাপে বিরতি দিতে চাইলে এতদিন অ্যাপ আনইনস্টল বা অ্যাকাউন্ট ডিলিট ছাড়া কোনো উপায় ছিল না। তবে সুখবর হলো, এখন আর ওপথেও যেতে হবে না। শিগগির নতুন ফিচার যুক্ত হচ্ছে এই যোগাযোগ মাধ্যমে, যা ব্যবহার করে অন্যান্য সোশাল মিডিয়ার মতো লগআইট করতে পারবেন ব্যবহারকারীরা।
আর এতে যেমন ডেটা হারানোর ঝুঁকি থাকবে না, তেমনি পুনরায় ব্যবহার করাও সহজ হবে।
যদিও হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা এখনও আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত কোনো ঘোষণা দেয়নি, তবে পরীক্ষামূলক সংস্করণে ফিচারটি দেখা যাওয়ায়, শীঘ্রই এটি টেস্টারদের জন্য চালু হবে বলে মনে করা হচ্ছে।
নতুন ফিচারে যা থাকছে
এর নতুন অ্যান্ড্রয়েড ভার্সন (v2.25.17.37)-এ প্রথমবারের মতো এই ফিচারের ইঙ্গিত মিলেছে। যদিও এখনও এটি প্রকাশ্যে আসেনি, তবে Settings > Account মেনুতে এর অস্তিত্ব দেখা গেছে।
নতুন লগআউট অপশনে থাকবে তিনটি পছন্দ
১) Erase all Data & Preferences – এক ক্লিকে ডিভাইস থেকে সব চ্যাট, মিডিয়া ও সেটিংস মুছে যাবে।
২) Keep all Data & Preferences – আপনি লগআউট করতে পারবেন, কিন্তু সমস্ত ডেটা থাকবে আগের মতোই অক্ষত। আবার লগইন করলেই পাওয়া যাবে সব চ্যাট ও মিডিয়া।
৩) Cancel – কোনও পরিবর্তন না করে লগআউট প্রক্রিয়া বন্ধ করা যাবে।
এই ফিচার হোয়াটস অ্যাপকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে ব্যবহারকারীদের কাছে। বিশেষকরে, যারা একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করেন বা আলাদা করে পার্সোনাল ও বিজনেস প্রোফাইল ব্যবহার করতে চান, তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর হতে পারে।
তাছাড়া, যারা সোশাল মিডিয়া থেকে একটু বিরতি নিতে চান তাদের জন্য এই ফিচার হতে পারে আদর্শ।