মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের রায় মাথায় নিয়ে সতের বছর কারাগারে অন্তরীণ থাকার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বৃহস্পতিবার বেলা দুইটার দিকে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।
এরই মধ্যে তারর বিরুদ্ধে থাকা সব মামলায় খালাস পেয়েছিলেন তিনি; ফলে কারাগার থেকে মুক্তি পাওয়া ছিল সময়ের ব্যাপার।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদকে উদ্ধৃত করে বিবিসি বাংলা লিখেছে, বৃহস্পতিবার আদালত থেকে তারা রিলিজ অর্ডার পৌঁছার পর বাবরকে মুক্তি দেওয়া হয়।
বাবরের মুক্তির খবরে কারাগারের সামনে সকাল থেকেই অবস্থান নেন দলের নেতাকর্মী ও স্বজনরা। ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন অনুসারীরা।
ছাড়া পাওয়ার পর ছাদখোলা গাড়িতে চড়ে কারাগার থেকে জিয়াউর রহমানের সমাধির উদ্দেশে রওনা দেন তিনি।
২০০৭ সালের ২৮শে মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ এবং একটিতে হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড।
আওয়ামী লীগের সরকার পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পেতে থাকেন তিনি। সবশেষ আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা থেকেও খালাস পেয়ে যান।