লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

Khaleda Zia at London

যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।

হার্ট, কিডনি, আর্থ্রাইটিস, লিভার ও ডায়াবেটিস–বিশেষজ্ঞদের সমন্বয়ে শুক্রবার এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে খালেদা জিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে।

লন্ডন ক্লিনিকে ওই মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে দেখেছে; পরবর্তীতে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী তার চিকিৎসা শুরু হবে।

গত ৮ জানুয়ারি খালেদা জিয়াকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হয়। অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এদিকে, লন্ডন ক্লিনিকের সামনে শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তার মায়ের চিকিৎসা সংক্রান্ত অগ্রগতি জানতে চান সাংবাদিকরা।

জবাবে তিনি তার মা খালেদা জিয়ার জন্য দোয়া করতে বলেছেন।

৮ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন লন্ডনে বাংলাদেশ ছেড়ে লন্ডন যান। হিথরো বিমানবন্দর নামার পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন