নতুন বছরে ভিডিও পোস্ট দিয়ে সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে ফিরলেন ডাচেস অব সাসেক্স মেগান মেরকেল।
২০২০ সালের পর নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডলে প্রথম কিছু পোস্ট করলেন তিনি।
মেগানের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে মেঘাচ্ছ্বন্ন দিন; খোলা চুলে সাদা পোশাক পরা মেগান সমুদ্রে দিকে ছুটে যাচ্ছেন। এরপর তিনি আঙুলের সাহায্যে বালুর ওপর ২০২৫ লিখেন।
@meghan নামের ওই অ্যাকাউন্টে দুই লাখেরও বেশি ফলোয়ার রয়েছে।
২০১৮ সালে প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ের পর @KensingtonRoyal অ্যাকাউন্টটি ব্যবহার করেন; অ্যাকাউন্টটিতে হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রীও ছিলেন। এর এক বছর পর মেগান ও হ্যারি @SussexRoyal অ্যাকউন্টটি শুরু করেন।
২০২০ সালে মেগান ও হ্যারি রাজপরিবারে তাদের আনুষ্ঠানিক ভূমিকা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর সেই অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়া হয়।
বিয়ের আগেও ইন্সটাগ্রামে বেশ জনপ্রিয় ছিলেন এ অভিনেত্রী। নতুন পোস্টের মধ্য দিয়ে ইন্সটাগ্রামে ফিরে আসারও ইঙ্গিত দিয়েছিলেন।
২০২২ সালে নিউ ইয়র্ক ম্যাগাজিনের দ্য কাট-এ এক সাক্ষাৎকারে আবার ইনস্টাগ্রামে ফিরে আসার কথা জানান তিনি।
সূত্র: এপি