৬২ রানেই শেষ মেট্রো, শিরোপা জিতল রংপুর

ঢাকা মেট্রোকে ৬২ রানে গুঁড়িয়ে এনসিএল টি-টোয়েন্টির চ‍্যাম্পিয়ন রংপুর বিভাগ। ছবি: বিসিবি
ঢাকা মেট্রোকে ৬২ রানে গুঁড়িয়ে এনসিএল টি-টোয়েন্টির চ‍্যাম্পিয়ন রংপুর বিভাগ। ছবি: বিসিবি

গতিময় পেসার মুকিদুল ইসলাম ও অভিজ্ঞ অলরাউন্ডার আলাউদ্দিন বাবুর দাপটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না ঢাকা মেট্রো। আসরের সর্বনিম্ন ৬২ রানে তাদের থামিয়ে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতল রংপুর বিভাগ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ফাইনালে ৫ উইকেটে জিতেছে আকবর আলির নেতৃত্বাধীন দল। ৬৩ রানের লক্ষ‍্য তারা ছুঁয়ে ফেলেছে ৫২ বল বাকি থাকতে। 

বাংলাদেশে কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এই প্রথম কোনো দল একশর নিচে অলআউট হল। ২০১৬ সালের বিপিএলে শিরোপা নির্ধারণী ম্যাচে ১০৩ রানে থেমেছিল রাজশাহী কিংস।

স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এর চেয়ে কম রানে অলআউট হওয়ার ঘটনা আছে আর মাত্র দুটি। গত মার্চে জিম্বাবুয়ের ঘরোয়া প্রতিযোগিতায় ইংল‍্যান্ডের ডারহামের বিপক্ষে ২৩০ রানের বড় লক্ষ‍্য তাড়ায় স্রেফ ১৬ রানে মাশোনাল্যান্ড ঈগলস। এর তিন মাস পর শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টর ফাইনালে নন্দেস্ক্রিপ্টসের বিপক্ষে ৫৪ রানে অলআউট হয় ব্লুমফিল্ড।

সবুজের ছোঁয়া থাকা উইকেটে মুকিদুল ও আলাউদ্দিনের ছোবলে ৮ রানে ৪ উইকেট হারানো মেট্রো আর কক্ষপথে ফিরতে পারেনি।

মেট্রোর কেবল দুই জন ব‍্যাটসম‍্যান- শামসুর রহমান (১৪) ও আবু হায়দার রনি (১৩) যেতে পারেন দুই অঙ্কে। দলটির কোনো জুটি ছুঁতে পারেনি বিশও।

মুকিদুল ও আলাউদ্দিন ১২ রান করে দিয়ে নেন তিনটি করে উইকেট। প্রথম ৫ ব‍্যাটসম‍্যানের তিনজনকে ফেরানো মুকিদুল জেতেন ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

ছোট রান তাড়ায় পঞ্চম ওভারে ১৮ রানে ৪ উইকট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল রংপুর। আরিফুল হকের সঙ্গে ২৪ রানের জুটিতে প্রাথমিক প্রতিরোধ গড়েন তানবীর হায়দার। পরে এনামুল হকের সঙ্গে অবিচ্ছিন্ন ২৩ রানের জুটিতে দলকে নিয়ে যান তিনি জয়ের বন্দরে।

আরিফুল ও এনামুল করেন ১৪ রান করে। ২০ বল খেলে ৮ রানে অপরাজিত থাকেন তানবীর।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা মেট্রো: ১৬.৩ ওভারে ৬২ (ইমরানউজ্জামান ৪, নাঈম ০, আনিসুল ৩, শামসুর ১৪, আমিনুল ০, তাহজিবুল ২, মোসাদ্দেক ৬, আবু হায়দার ১৩, শহিদুল ৬, রকিবুল ৩, আলিস ০*; মুকিদুল ৪-০-১২-৩, আলাউদ্দিন ৩.৩-০-১২-৩, রবিউল ৩-১-৯-১, রিজওয়ান ৩-০-১২-১, আরিফ ৩-১-১৪-১)

রংপুর বিভাগ: ১১.২ ওভারে ৬৫/৫ (রিজওয়ান ৯, মামুন ২, নাঈম ০, তানবীর ৮*, আকবর ০, আরিফুল ১৪, এনামুল ১৪*; আবু হায়দার ৪-১-৮-১, আলিস ৪-০-১৩-২, শহিদুল ২-০-১১-০, রকিবুল ১.২-০-২৪-১)

ফল: রংপুর ৫ উইকেটের জয়ে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ

ম্যান অব দা ম্যাচ: মুকিদুল ইসলাম 

ম্যান অব দা টুর্নামেন্ট: আবু হায়দার

ক‍্যাপশন

ঢাকা মেট্রোকে ৬২ রানে গুঁড়িয়ে এনসিএল টি-টোয়েন্টির চ‍্যাম্পিয়ন রংপুর বিভাগ। ছবি: বিসিবি

আরও পড়ুন