মাইকেল জ্যাকসনের ‘অপ্রকাশিত’ গান পরিত্যক্ত গুদামে!

মাইকেল জ্যাকসন
মাইকেল জ্যাকসন

একসময় হাইওয়ে পেট্রল অফিসার হিসেবে কাজ করতেন ক্যালিফোর্নিয়ার গ্রেগ মুসগ্রোভ। অবসরে চলে যান একটু আগেভাগেই, ৫৬ বছর তখন তার।

কাজের মানুষ, অবসরে থাকা কী সম্ভব। তাই ভাবলেন শখ পূরণ করবেন। সেই শখ আবার যেনতেন শখ নয়, পরিত্যক্ত গুদামের মালামাল কেনা।

আশ্চার্য্য হওয়ার মতো বিষয় হলো- পরিত্যক্ত মালামাল যে কতোটা মূল্যবান হতে পারে তা গ্রেগ মুসগ্রোভ ছাড়াও তামাম বিশ্বই আজ জানে।  

হলিউডরিপোর্টার ডটকম এনিয়ে একটি প্রতিবেদনে লিখেছে, সান ফার্নান্দো ভ্যালিতে মুসগ্রোভ একটি পরিত্যক্ত গুদাম কিনেছিলেন, যেটির ছিল সংগীত প্রযোজক ও গায়ক ব্রায়ান লরেনের।

সেই গুদামে কিছু অডিও ক্যাসেট খুঁজে পেয়েছিলেন মুসগ্রোভ।

পরে যাচাই-বাছাই করে মুসগ্রোভ আবিষ্কার করেন, ওই ক্যাসেটগুলোতে রয়েছে যুক্তরাষ্ট্রের পপ তারকা মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত ১২টি গান।

১৯৮৯ থেকে ১৯৯১ সালের মধ্যে রেকর্ড করা হয় গানগুলো। যার মানে দাঁড়ায় সেই বিখ্যাত ‘ডেঞ্জারাস’ অ্যালবাম প্রকাশের আগে ওই এক ডজন গান নিয়ে কাজ করেছিলেন মাইকেল জ্যাকসন।

হলিউড রিপোর্টার ডটকম থেকে অনুদিত

আরও পড়ুন