বাংলাদেশে নির্বাচন কমিশনের রেজিষ্ট্রেশন পেতে চলেছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। ২০১৭ সালে তৈরি এই দলকে বৈধতা দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাই কোর্ট।
এক মাসের মধ্যে ওই দলকে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি একেএম রবিউল হাসানের বেঞ্চ।
দলটির সভাপতি সুকৃতি কুমার মণ্ডলকে উদ্ধৃত করে ‘দ্য ওয়াল’ লিখেছে, তিনি বলেছেন তাদের দল সংখ্যালঘুদের পার্টি হিসাবে বাংলাদেশে প্রথম নিবন্ধন পেতে চলেছে।
“একটা সময় হিন্দু লিগ নামে দল থাকলেও কমিশনের রেজিষ্ট্রেশন ছিল না। সেই দল হারিয়ে গিয়েছে।”
দল গঠনের উদ্দেশ্য সম্পর্কে বলেন, “বাংলাদেশে হিন্দুদের স্বার্থ দেখার কোনও দল নেই। দেশ স্বাধীন হওয়ার আগের বছর অর্থাৎ ১৯৭০-এর নির্বাচনে ২৫ শতাংশ হিন্দু দলবদ্ধ হয়ে আওয়ামী লিগকে ভোট দিয়েছিল। হিন্দুদের সমর্থনের জোরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে দর কষাকষি শুরু করেছিলেন এবং শেষে স্বাধীনতার ডাক দেন। কিন্তু আওয়ামী লিগ হিন্দুদের অবদান মনে রাখেনি।”
আওয়ামী লিগের জমানাতেও হিন্দুদের উপর সীমাহীন অত্যাচার হয়েছে বলে অভিযোগ করেন সুকৃতিকুমার।
“আমরা চাইছি সংখ্যালঘু ভোট মূল ধারার দলগুলির হাত থেকে বের করে আনতে। যাতে বাকিরা সংখ্যালঘুর স্বার্থ নিয়ে ভাবতে বাধ্য হয়।”
সংখ্যালঘুদের নিয়ে বিভিন্ন প্রসঙ্গে কথা বললেও ইউনূসের অন্তর্বর্তী সরকারের সাফল্য-ব্যর্থতা নিয়ে কোনও মন্তব্য করতে রাজিন হননি সুকৃতি কুমার।