বিপিএলের কারণে ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্নের শঙ্কায় মিরাজ

Miraz Bangladesh Cricket

রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমবারের মতো হওয়া বিপিএলে ইতিবাচক কিছু খুঁজে পাওয়া দায়। শুরুর আগেই অব‍্যবস্থাপনার জন‍্য সমালোচনার মধ‍্যে পড়া টুর্নামেন্ট এখন ভাবমূর্তি সঙ্কটে। মাঠের ক্রিকেটের চেয়ে পারিশ্রমিকের ঝামেলা নিয়ে চর্চা বেশি।

খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ‘সাবধান করে’ বললেন, এই সমস‍্যা মেটাতে না পারলে বাংলাদেশ ক্রিকেটের বদনাম হয়ে যাবে।  

নিয়ম অনুযায়ী যা পাওয়ার কথা তা এখনও পাননি খুলনার ক্রিকেটাররাও। তবে এ নিয়ে কোনো অভিযোগ নেই তাদের। অবশ্য দুর্বার রাজশাহী, চিটাগং কিংসের পরিস্থিতি দেখে মন বেশ খারাপ মিরাজের।

এই পরিস্থিতিতে ক্রিকেটারদের পাশে থাকার জন‍্য বিসিবিকে অনুরোধ করলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।  

টুর্নামেন্ট শুরুর আগে টিকেট নিয়ে সঠিক তথ‍্য না পাওয়ায় শের-ই-বাংলা স্টেডিয়ামের সামনে মিছিল-স্লোগান হয়েছে, টিকেট কাউন্টারে ভাঙচুরসহ আগুন দেওয়া হয়েছে, বিপিএল শুরুর দিন স্টেডিয়ামের মূল ফটক ভেঙে দর্শক ঢুকে যাওয়ার নজিরবিহীন ঘটনাও দেখা গেছে।

চট্টগ্রাম পর্বে পারিশ্রমিকের সমস্যা প্রকাশ্যে আসার পর ক্রিকেট পড়ে গেছে আড়ালে, এ নিয়েই কথা হচ্ছে বেশি।

খুলনার অনুশীলন শেষে বুধবার গণমাধ‍্যমের মুখোমুখি হয়ে বললেন, পরিস্থিতির দ্রুত উন্নতির দিকে তাকিয়ে আছেন তিনি।

“আমার মনে হয়, প্রত্যেকটি মানুষেরই সাপোর্ট করা উচিত। নতুন একটা পরিবেশ যদি আসে, এটা একটু কঠিন হয়। এবার একটু ভিন্ন হচ্ছে। আমার মনে হয়, প্রত্যেকটি মানুষের পাশে থাকা গুরুত্বপূর্ণ। যে সমস্যাগুলো হচ্ছে, আমাদের ক্রিকেট বোর্ডে যারা আছেন, যারা দায়িত্বে আছেন, আশা করি এটা সুন্দরভাবে সামলাবেন।”

“দিনশেষে, আমাদের সবারই কিন্তু বদনাম হবে। আমরা যদি ঠিকঠাকভাবে এই জিনিসগুলো সামলাতে না পারি, ঠিকভাবে যদি কাজে লাগাতে না পারি, তাহলে দিনশেষে আমাদের ক্রিকেটের বদনাম হবে। আমাদের সবারই বদনাম হবে। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এটা, বাংলাদেশ ক্রিকেটের যেন বদনাম না হয়। আমরা যেভাবে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলছি, আমরা ভালো করলে সবাই বাহবা দেয়, আমাদের প্রত্যেকের দায়িত্ব সেটা বজায় রাখা।”

শেখ হাসিনা সরকারের পতনের পর এখনও দেশ থিতু হতে পারেনি। মিরাজ মনে করেন, দেশের সামগ্রিক অবস্থার প্রভাব পড়েছে বিপিএলে।

“অবশ্যই এটা খারাপ লাগছে। দিনশেষে আমরা খেলোয়াড়রা ক্রিকেট খেলি তো টাকার জন্য। পারিশ্রমিক যদি না পাই, প্রতিটি খেলোয়াড়ের জন্য এটা খারাপ। যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, আশা করি তারা এটা নিয়ে কথা বলবেন এবং আমাদের দায়িত্ব নিয়ে কথা বলবেন সবার সঙ্গে, যারা ফ্র্যাঞ্চাইজির মালিক আছেন। কোনো সমস্যা হলে ক্রিকেট বোর্ড হয়তো সমাধান দেবে।”

“সবাই যদি চিন্তা করেন, এখন যেহেতু দেশ থিতু নেই, সেজন্য হয়তো এই সমস্যাগুলো হচ্ছে। এখানে যারা দায়িত্বে আছে, যারা টুর্নামেন্ট চালাচ্ছে, বিপিএল গভর্নিং কাউন্সিল, তারা এটা নিয়ে কাজ করবেন এবং আশা করি তারা সুন্দর একটি সমাধান দেবেন এবং তারা ক্রিকেটারদের পাশে থাকবেন, আমার মনে হয়।”

আরও পড়ুন

সর্বশেষ

ads