১৪ ফেব্রুয়ারি মোদী-ট্রাম্পের বৈঠক, কথা হবে বাংলাদেশ নিয়েও

ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র যাচ্ছেন নরেন্দ্র মোদী।
ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র যাচ্ছেন নরেন্দ্র মোদী।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে এ তথ্য তুলে ধরে বলা হয়, ১৩ ফেব্রুয়ারি রাতে ওয়াশিংটন পৌঁছাবেন দেশটির প্রধানমন্ত্রী। ১৪ তারিখ ট্রাম্প ও তার নতুন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে মোদীর।

নরেন্দ্র মোদীর সম্মানে হোয়াইট হাউজে বিশেষ রাষ্ট্রীয় ভোজের আয়োজন করা হয়েছে বলেও তুলে ধরা হয়।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি আলোচনা হবে বাংলাদেশ প্রসঙ্গেও।

মোদীকে ট্রাম্পের আমন্ত্রণের খবর এমন এক সময়ে এলো যার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র সামরিক উড়োজাহাজে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে।

এর আগে গত ২৭ জানুয়ারি ট্রাম্প ও মোদীর মধ্যে ফোনালাপ হয়। সেই আলাপে ট্রাম্প অভিবাসন নীতি, যুক্তরাষ্ট্রের তৈরি আরও নিরাপত্তা উপকরণ কেনা ও ন্যায্য দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে তারা আলোচনা করেন।

চীনের উত্থান মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার কৌশলগত অংশীদার ভারত। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে ও তাদের নাগরিকদের জন্য দক্ষ কর্মীর মার্কিন ভিসা পাওয়ার বিষয়টি সহজ করতে আগ্রহী।

অতীতে ট্রাম্প ভারতের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিয়ে বলেছিল, যুক্তরাষ্ট্রের পণ্যে ভারত উচ্চ শুলক্ আরোপ করে রেখেছে। তবে ভারত ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ এড়াতেও আগ্রহী।

বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ২০২৩/২৪ সালেই ১১৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যেখানে ভারতের পক্ষে ৩ হাজার ২০০ কোটি ডলারের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে।

অবশ্য আমেরিকা যাওয়ার আগেই ট্রাম্পের সঙ্গে মোদীর দেখা হওয়ার কথা প্যারিসে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার কথা এই দুই নেতার।

দ্য ওয়াল লিখেছে, ভারতের প্রধানমন্ত্রী প্যারিস থেকে সরাসরি ওয়াশিংটন যেতে পারেন।

সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির প্রায় সবগুলো খবরের কাগজে এসেছে, আমেরিকা সফরে ভারতের প্রধানমন্ত্রীর অন্যতম আলোচ্য হবে উপমহাদেশের নিরাপত্তা। সেই প্রসঙ্গে আলোচনায় আসবে বাংলাদেশ। প্রতিবেশী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হবে দুই নেতার।

বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকে ধর্মীয় সংখ্যালঘুরা সহিংসতার শিকার হচ্ছেন বলে অভিযোগ জানিয়ে আসছে ভারত। এ বিষয়ে নিজেদের উদ্বেগের কথা বলে আসছে দেশটি।

হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতনের ভারতের উদ্বেগের বিষয়গুলি এবার সরাসরি মোদী ট্রাম্পকে জানাবেন বলে শোনা যাচ্ছে।

বিশেষ করে, বাংলাদেশে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতারা জেল থেকে ছাড়া পেয়ে যাওয়ায় নয়াদিল্লি উদ্বিগ্ন। ট্রাম্পের সঙ্গে বৈঠকে এসব বিষয়েও আলোচনা হবে বলে খবরে প্রকাশ।

অবশ্য ট্রাম্প-মোদীর এই বৈঠকের আগেই মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে প্রথম দফা আলোচনা সেরে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

আরও পড়ুন