গোল উৎসবের এক দিন দেখল ফেডারেশন কাপ। চট্টগ্রাম আবাহনীকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে আসরে নিজেদের প্রথম জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্য ম্যাচে নাবীব নেওয়াজ জীবনের হ্যাটট্রিকে একই ব্যবধানে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চূড়ায় রয়েছে রহমতগঞ্জ। তাদের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা মোহামেডান ৩ পয়েন্ট পেয়ে বাঁচিয়ে রেখেছে কোয়ার্টার-ফাইনালের আশা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার মোহামেডানের জয়ের আনন্দ ফিকে হয়ে গেছে প্রথমার্ধের শেষ দিকে অধিনায়ক সুলেমানে দিয়াবাতের চোটে। মাঠে কিছুক্ষণ পড়ে থাকার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।
ইমানুয়েল সানডে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দিয়বাতে। দ্বিতীয়ার্ধে আরিফ হোসেন, রাজু আহমেদ জিসান, সৌরভ দেওয়ান ও জুয়েল মিয়াও পান জালের দেখা।
দশম মিনিটে নিজেদের প্রথম ভালো সুযোগে এগিয়ে যায় সানডে। বক্সে আরিফের পাসে জটলার ভেতর থেকে জাল খুঁজে নেন সানডে। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দিয়াবাতে।
দ্বিতীয়ার্ধে শুরুতে স্কোর লাইন ৩-০ করেন আরিফ। ৬৮তম মিনিটে জালের দেখা পান জিসান। নয় মিনিট পর সৌরভের গোলে আরও এগিয়ে যায় মোহামেডান। একটু পরে স্কোর লাইন ৬-০ করে ফেলেন জুয়েল।
ফকিরেরপুলকে উড়িয়ে রহমতগঞ্জের টানা দুই
ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফকিরেরপুলকে দাঁড়াতেই দেয়নি রহমতগঞ্জ।
মোহামেডানের মতো তারাও প্রথমার্ধে করে দুই গোল- মেহরাজ হোসেন অপি ও জীবনের সৌজন্য। দ্বিতীয়ার্ধে স্যামুয়েল বোয়াটেং স্কোরলাইন ৩-০ করার পর দুই গোলে হ্যাটট্রিক পূরণ করেন জীবন। শেষ দিকে ব্যবধান আরও বাড়ান মোহাম্মদ তোহা।