বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে নিম্ন আদালতের দেওয়া রায় হাইকোর্টে বহাল থাকার খবর দিয়ে সোমবার প্রধান প্রতিবেদন করেছে বেশ কয়েকটি সংবাদপত্র। এর পাশাপাশি বাজারে পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও চালের দামে ঊর্ধ্বগতি, রাষ্ট্রকাঠামো সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের অগ্রগতি, আগামী জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত টাকা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের বিড়ম্বনায় পড়ার খবরসহ বিভিন্ন বিষয় নিয়ে করা প্রতিবেদনও গুরুত্বের সঙ্গে ছেপেছে সংবাদপত্রগুলো। এক নজরে দেখে নেওয়া যাক সোমবার কোন সংবাদপত্র কোন খবরকে প্রধান শিরোনাম করেছে।

বণিক বার্তা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত নোট নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিড়ম্বনায় পড়ার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বণিক বার্তা। ‘শেখ মুজিবের ছবিসংবলিত নোট নিয়ে বিড়ম্বনায় কেন্দ্রীয় ব্যাংক’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, রমজান ও ঈদকে ঘিরে বাজারে নগদ টাকার চাহিদা বাড়ে। নতুন নোট ছেড়ে সে চাহিদা মেটায় বাংলাদেশ ব্যাংক। এবার শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত নতুন নোট বাজারে ছাড়া নিয়ে কেন্দ্রীয় ব্যাংক পড়েছে বিড়ম্বনার মুখে। প্রথমে বলা হয়, ঈদ উপলক্ষে পুরনো ডিজাইনের নতুন নোটই বাজারে ছাড়া হবে। যদিও পরে সে সিদ্ধান্ত থেকে সরে এসে জানানো হয়, ব্যাংকের শাখায় থাকা নতুন নোটও বাজারে ছাড়া যাবে না। কেন্দ্রীয় ব্যাংকের এ দ্বিধাদ্বন্দ্বের জেরে তৈরি হয়েছে নগদ টাকার সংকট। দেশের অনেক জেলায় ব্যাংকগুলো চাহিদা অনুযায়ী নগদ টাকা পাচ্ছে না বলে জানা গেছে।
রাজধানীর মতিঝিলের প্রধান কার্যালয়সহ সারা দেশে কেন্দ্রীয় ব্যাংকের ১০টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। নগদ টাকার প্রয়োজন হলে বাণিজ্যিক ব্যাংকগুলো এসব আঞ্চলিক কার্যালয় থেকে তা সংগ্রহ করে। কেন্দ্রীয় ব্যাংকের যেখানে উপস্থিতি নেই, সে জেলায় প্রাথমিকভাবে নগদ টাকার জোগান দেয় সোনালী ব্যাংক। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল সপ্তাহের প্রথম দিনে দেশের অনেক ব্যাংকই চাহিদামতো বাংলাদেশ ব্যাংক থেকে নগদ টাকা সংগ্রহ করতে পারেনি। মেলেনি সোনালী ব্যাংক থেকেও। তাই জরুরি প্রয়োজন মেটাতে এক ব্যাংকের শাখা অন্য ব্যাংকের শাখা থেকে নগদ টাকা সংগ্রহ করে গ্রাহকদের প্রয়োজন মিটিয়েছে।

প্রথম আলো
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডে নিম্ন আদালতের দেওয়ার রায় হাইকোর্টে বহাল থাকার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে প্রথম আলো। ‘২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কারপ্রক্রিয়া সম্পর্কে অবহিত হলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রত্যাশা করে সংস্কারে সহায়তার কথাও জানালেন তিনি। তবে কাজটি দেশের রাজনৈতিক দল ও সরকারকেই করতে হবে বলে মনে করেন তিনি। এ জন্য ঐকমত্য প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
গতকাল শনিবার দুপুরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে জাতিসংঘ ঢাকা কার্যালয়। এতে সরকারের প্রতিনিধি, সংস্কার কমিশনের প্রধানেরা এবং রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কারপ্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
বৈঠকে পাঁচটি সংস্কার কমিশনের প্রধানেরা তাঁদের নিজ নিজ সংস্কার প্রতিবেদনের সংক্ষিপ্তসার তুলে ধরেন। এরপর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা তাঁদের বক্তব্য উপস্থাপন করেন। কোনো কোনো রাজনৈতিক দল লিখিত বক্তব্য জমা দেয়।

সমকাল
এবার রোজায় শাকসবিজ, মাছ-মাংসসহ প্রায় সব নিত্যপণ্যের দাম ক্রেতার হাতের নাগালে থাকলেও পর্যাপ্ত যোগান সত্ত্বেও চালের দামের উল্টো চিত্রের খবর দিয়ে
প্রধান প্রতিবেদন করেছে সমকালও। ‘চালের ভরপুর জোগান, তবু লাফিয়ে বাড়ছে দাম’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় চাষাবাদে ধাক্কা খেলেও এবার আমন উৎপাদন হয়েছে ভরপুর, আমদানিও হচ্ছে লাখ লাখ টন চাল। আগামী এপ্রিলের শেষ দিকে বাজারে ঢুকবে বোরো। তার পরও এখন রেকর্ড ছুঁই ছুঁই করছে সরু চালের দাম। ভালোমানের এ জাতের চালের কেজি সর্বোচ্চ ৮৫ টাকায় গিয়ে ঠেকেছে। বেড়েছে মোটা ও মাঝারি চালের দরও।
প্রতিবছর রোজায় শাকসবিজ, মাছ-মাংসসহ প্রায় সব নিত্যপণ্যের দাম বাড়ে। এবার এসব পণ্যের দর অনেকটা ক্রেতার নাগালে। কোনো কোনো পণ্যের দাম এতটাই কম, কৃষকের উৎপাদন খরচও উঠছে না। অথচ উল্টো পথে চালের বাজার।
ভোক্তা-সংশ্লিষ্টরা বলছেন, চাল সিন্ডিকেটের ভিত নড়াতে পারেনি সরকার। বাজারে বড় মিলারের সঙ্গে হাত মিলিয়েছে সিটি, প্রাণ, স্কয়ার, আকিজ, এসিআইর মতো বড় বড় কোম্পানি। তারা মৌসুমের সময় কৃষকের কাছ থেকে ধান কিনে মজুত করে। কৃষকের হাতে সামান্য যে ধান থাকে সেগুলোর মজুত ফুরালে শুরু হয় করপোরেট ও মজুতদারের খেলা। এর পর বাজার চলে যায় তাদের নিয়ন্ত্রণে। সংকটসহ নানা ছুতায় ধীরে ধীরে বাড়াতে থাকে দর। এভাবেই কৃষকের ধান নিয়ে ভোক্তার সঙ্গে প্রতারণার জাল ফেলেন সিন্ডিকেট ব্যবসায়ীরা। এতে বেশি বিপদে পড়েছেন মধ্যবিত্তরা।

কালের কণ্ঠ
বাজারে চালের দামে ঊর্ধ্বমুখী প্রবণতার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে কালের কণ্ঠও। ‘চালে অস্বস্তি, অন্য পণ্যে স্বস্তি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতিতে কিছুটা লাগাম টানা গেছে গত মাসে। শাক-সবজিজাতীয় পণ্যের দাম কিছুটা সহনীয়। তবে এই আত্মতৃপ্তির মধ্যেই নীরবে উত্তাপ ছড়াচ্ছে চালের দাম। বিশেষ করে মিনিকেট হিসেবে পরিচিত চালের দাম এক লাফে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে অত্যাবশ্যক এই নিত্যপণ্যের দামের এ নৈরাজ্য নতুন করে মূল্যস্ফীতি উসকে দেওয়ার ঝুঁকি তৈরি করছে। মিনিকেটের পাশাপাশি মোটা চালের দামও কেজিতে নতুন করে এক-দুই টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। এতে ভোক্তাদের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে। বিক্রেতারা বলছেন, গত দুই সপ্তাহেই মিল পর্যায়ে মিনিকেট চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এর প্রভাবে খুচরা ও পাইকারিতে দাম বেড়েছে। চালকল মালিকদের দাবি, বাজারে মিনিকেট চালের ধানের সংকটের কারণে বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে চালের দাম বেড়েছে। এদিকে রোজা শুরুর আগে থেকেই টমেটো, আলু, পেঁয়াজসহ শাক-সবজির দাম নাগালের মধ্যে।

ইত্তেফাক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডে নিম্ন আদালতের দেওয়ার রায় হাইকোর্টে বহাল থাকার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে ইত্তেফাকও। ’২০ আসামির ফাঁসি বহাল’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, নিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে। অপরাধের গুরুত্ব বিবেচনায় এই হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বুয়েটের ২০ শিক্ষার্থীকে। যাবজ্জীবন সাজা পান আরো পাঁচ শিক্ষার্থী। যাদের সবাই বুয়েট ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। চার বছর আগে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের দেওয়া ঐ রায়ে হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। রবিবার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায়ে ট্রাইব্যুনালের রায় হুবহু বহালের ঘোষণা দেয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ।
আদালত বলেছে, অপরাধের ভয়াবহতা বিবেচনায় দণ্ডিত আসামিদের প্রতি নমনীয় দৃষ্টিভঙ্গি প্রদর্শনের কোনো সুযোগ নেই। ট্রাইব্যুনালের রায়ে হত্যাকাণ্ড নিয়ে যেসব পর্যবেক্ষণ দেওয়া হয়েছে তা সঠিক বলে মনে করছি। এছাড়া আসামিদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের সাক্ষ্যের ওপর ভিত্তি করে বিচারিক আদালত যে রায় দিয়েছে তাতে আমরা হস্তক্ষেপ করছি না। রায় হবহু বহাল রাখা হলো।

যুগান্তর
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডে নিম্ন আদালতের দেওয়ার রায় হাইকোর্টে বহাল থাকার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে যুগান্তরও। ‘সাজা বহাল ২৫ জনের’শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, সাড়ে পাঁচ বছর আগে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ২৫ আসামির সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। নিম্ন আদালত ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবনের রায় দিয়েছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৬ জন কারাগারে এবং ৪ জন পলাতক রয়েছেন। আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানির ওপর রোববার এ রায় দেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের আপিল বেঞ্চ। রায় ঘোষণার পর আদালতের পর্যবেক্ষণের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, নিম্ন আদালত যে ফাইন্ডিংস দিয়েছেন, এখানে ইন্টারফেয়ার করার মতো কিছু নেই।

বাংলাদেশ প্রতিদিন
আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ঘিরে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতির খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে সংবাদপত্রটি। ‘নির্বাচনি সংলাপ আগস্ট-সেপ্টেম্বরে’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনে চলছে মহাকর্মযজ্ঞ। আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। অক্টোবরে হতে পারে তফসিল ঘোষণা। জুলাইয়ে প্রস্তুতিমূলক কাজ শেষ করে আগস্ট-সেপ্টেম্বরে রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি সংলাপে বসার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। সংলাপে দলগুলোর কাছে প্রস্তুতি তুলে ধরবে ইসি। এ জন্য তফসিলের আগে ছয় মাসের নির্বাচনি রোডম্যাপ (কর্মপরিকল্পনা) নিয়ে এগিয়ে যাচ্ছে সাংবিধানিক এই সংস্থাটি।
ইসির কর্মকর্তারা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি। আগামী ২০ এপ্রিল পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করতে বলেছে কমিশন। ডিসেম্বরে ভোট করতে অক্টোবরে তফসিল দেওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। নতুন দলের আবেদন নেওয়ার পর তা যাচাইবাছাই করতে তিন-চার মাস সময় লাগে। সে হিসেবে আগস্টের মধ্যে কাজটি শেষ করতে চায় বর্তমান কমিশন। এ ছাড়া নির্বাচনি মালামাল সংগ্রহ থেকে শুরু করে নির্বাচনি আইন; সংসদীয় আসনের সীমানা নির্ধারণের কাজও শেষ হবে জুলাই-আগস্টের মধ্যে।

নয়া দিগন্ত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডে নিম্ন আদালতের দেওয়ার রায় হাইকোর্টে বহাল থাকার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে নয়া দিগন্তও। ‘২০ জনের মৃত্যুদণ্ড বহাল’শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স অনুমোদন করে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, হাইকোর্ট বিচারিক আদালতের দেয়া ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন। তাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন পলাতক রয়েছেন।

আজকের পত্রিকা
রাষ্ট্র কাঠামো সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ এবং এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনার অগ্রগতি সংক্রান্ত খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। ‘সংস্কার ও ভোট প্রশ্নে ছাড় দিচ্ছে না কেউ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য দেশের সংবিধান-রাজনীতিসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সংস্কার করা। সেই লক্ষ্যে তারা বেশ কিছু কমিশন গঠন করেছে এবং কমিশনগুলো অনেক প্রস্তাব করেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ছাড়া এসব সংস্কার করাও কঠিন। কিন্তু সংবিধান থেকে শুরু করে নির্বাচনসহ অনেক বিষয়ে প্রধান দলগুলোর অবস্থানে বেশ ফারাক লক্ষ করা যাচ্ছে। সরকারের দিক থেকে ঐকমত্য কমিশন করে আলাপ-আলোচনার ভিত্তিতে এই মতৈক্য ঘোচানোর চেষ্টা চলছে। তারপরও অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দলগুলো নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ।
বিএনপি শুরু থেকেই বলে আসছে সংস্কার নিয়ে তাদের আপত্তি নেই। সংস্কার অবশ্যই দরকার। তবে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরাতে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এ জন্য ন্যূনতম যে সংস্কার দরকার, তা করার পক্ষে মত দিয়ে যাচ্ছে দলটি। বিএনপির এই মতের সঙ্গে মিল নেই তাদের একসময়ের মিত্র জামায়াতে ইসলামীর। নির্বাচনের আগেই সংস্কারের বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কথা বলে যাচ্ছে দলটি। প্রয়োজনীয় সংস্কার শেষেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছে তারা। এমনকি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চেয়েছেন জামায়াতের নেতারা। জামায়াতের এই দাবির প্রকাশ্য বিরোধিতা করেছেন বিএনপির নেতারা।

দেশ রূপান্তর
অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্যোগ ঘিরে দেশের রাজনীতিতে উত্তাপ বাড়ছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে দেশ রূপান্তরও। ‘সংস্কার নির্বাচন নিয়ে ছড়াবে উত্তাপ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশ গুরুত্বপূর্ণ সংস্কার ও গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ পর্বে রয়েছে। বাংলাদেশের এই সন্ধিক্ষণে শান্তি, সংলাপ ও ঐকমত্যে সহায়তার জন্য জাতিসংঘ তৈরি আছে।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন গুতেরেস। চার দিনের বাংলাদেশ সফরের তৃতীয় দিনে তিনি আজ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। আজ রবিবার সকালে ইউএনএসজি গুতেরেসের ঢাকা থ্যাগ করার কথা।
বাংলাদেশ গুরুত্বপূর্ণ সংস্কার ও রূপান্তরের মধ্য দিয়ে যাওয়ার সময় জাতিসংঘ শান্তি, জাতীয় সংলাপ, আস্থা ও পুনর্মিলনের ক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত বলে জানান জাতিসংঘের মহাসচিব। তিনি বলেন, বাংলাদেশের জনগণের পাশে থেকে জাতিসংঘ সকলের জন্য টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে।