বিভিন্ন বিষয়ভিত্তিক খবর দিয়ে সোমবার দেশের সংবাদপত্রগুলো তাদের প্রধান প্রতিবেদনে সাজিয়েছে। পত্রিকার প্রধান প্রতিবেদনে আগামী জাতীয় নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকার ও দেশের রাজনৈতিক দলগুলোর তৎপরতা যেমন জায়গা করে নিয়েছে, তেমনি উঠেছে এসেছে অর্থনৈতিক সংকটের খবরও। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে এ পর্যন্ত ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠানো, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ড, আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা, প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশে গ্যাসের ব্যবহারে বেশি সিস্টেম লস, গ্রাহকদের বিমা দাবির হাজার হাজার কোটি টাকা বিমা কোম্পানিগুলোর ফেরত না দেওয়া এবং আলোচিত ১০ প্রতিষ্ঠানের দেশের ব্যাংকিং খাত থেকে ঋণের নামে ৪ লাখ কোটি টাকা হাতিয়ে নেওয়ার খবরও গুরুত্ব পেয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সোমবার কোন সংবাদপত্র কোন খবরকে প্রধান শিরোনাম করেছে।

কালের কণ্ঠ
সংস্কার ও নির্বাচনের সম্ভাব্য সময়কে কেন্দ্র করে দেশের রাজনীতিতে মেরুকরণ দ্রুত স্পষ্ট হচ্ছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। ‘নির্বাচনী মেরুকরণ স্পষ্ট হচ্ছে’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, সংস্কার ও নির্বাচনের সম্ভাব্য সময়কে কেন্দ্র করে দেশের রাজনীতিতে মেরুকরণ দ্রুত স্পষ্ট হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া সময়সীমার মধ্যে চলতি বছরের ডিসেম্বরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আদায়ে সর্বদলীয় ঐকমত্য গঠন করতে চায় বিএনপি। এ লক্ষ্যে এরই মধ্যে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে যুক্ত দলগুলোর সঙ্গে আলোচনার পাশাপাশি অন্যান্য ডান, বাম ও ইসলামী দলগুলোর সঙ্গেও আলোচনা করতে চায় দলটি।
এর অংশ হিসেবে গতকাল রবিবার সিপিবি, বাসদসহ বাম ধারার দলগুলোর এবং গণ অধিকার পরিষদের সঙ্গে চাচক্রে মিলিত হন বিএনপির সিনিয়র কয়েকজন নেতা। বাম ধারার দলগুলোর সঙ্গে বিএনপির এই চাচক্র বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

প্রথম আলো
একজন ব্যক্তি সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন—সংবিধান সংস্কার কমিশনের এ সুপারিশের সঙ্গে একমত হয়নি বিএনপি– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে প্রথম আলো। ‘একজন কতবার প্রধানমন্ত্রী, আলোচনায় নতুন প্রস্তাব’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন—সংবিধান সংস্কার কমিশনের এ সুপারিশের সঙ্গে একমত হয়নি বিএনপি। তারা চায়, একই ব্যক্তি টানা দুবারের পর বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন।
গতকাল রোববার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এ বিষয়ে বিএনপি অনড় অবস্থান নেয়। পরে বৈঠকে একটি নতুন প্রস্তাব আলোচনায় আসে। সেটি হলো এক ব্যক্তি মাঝখানে বিরতি দিয়ে সর্বোচ্চ তিনবার প্রধানমন্ত্রী হতে পারবেন।
বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্র প্রথম আলোকে নতুন এ প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ প্রস্তাব নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। বিএনপি ঐকমত্য কমিশনকে জানিয়েছে, এ বিষয়ে তারা দলের নীতিনির্ধারণী পর্ষদে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে।

সমকাল
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির অধীনে রোববার পর্যন্ত ৩১ বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে সমকাল। ‘৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির অধীনে গতকাল রোববার পর্যন্ত ৩১ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। পুলিশের বিশেষ শাখা (এসবি) ও বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
দায়িত্ব গ্রহণের পর গত ফেব্রুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করে ট্রাম্প প্রশাসন। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৩০ পুরুষ ও একজন নারী। অভিবাসন-সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং বিভিন্ন মামলায় সাজা হয়েছে- এমন ব্যক্তিদেরই ফেরত পাঠানো হয়েছে বলে সূত্র জানিয়েছে।
ঢাকায় যাদের পাঠানো হয়েছে, তাদের মধ্যে তিনজনকে এসকর্ট বা বিশেষ নিরাপত্তাসহ পৌঁছে দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ নিরাপত্তা বিভাগের
কর্মীরা। বাকি বাংলাদেশিদের সাধারণ যাত্রীর মতো পাঠানো হয়েছে। সর্বশেষ গত শনিবার দুপুরে একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে পাঁচ বাংলাদেশিকে। ফ্লাইটটি একই ধরনের যাত্রী নিয়ে নেপাল হয়ে বাংলাদেশে আসে।

ইত্তেফাক
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য দিয়ে প্রধান প্রতিবেদন করেছে ইত্তেফাক। ‘১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসের প্রশাসন ভবনের গেটের সামনে ১০-১৫ জন মিলে একজন শিক্ষার্থীকে পেটাচ্ছে। ঐ শিক্ষার্থী প্রশাসন ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করছেন। এর মধ্যেই একজন ছুরিকাঘাত করেন তাকে। এক পর্যায়ে প্রশাসন ভবনের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা ঐ শিক্ষার্থীকে ভেতরে ঢুকিয়ে কলাপসিবল গেট বন্ধ করে দেন। এরপর হামলাকারীরা চলে যায়। ঐ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের ওপর হামলার এমন দৃশ্য সিসিটিভির ফুটেজে দেখা গেছে। হাসপাতালে নেওয়ার পর পারভেজের মৃত্যু হয়।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল হত্যার ঘটনায় তার ভাই হুমায়ুন কবির বাদী হয়ে আট জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেরাজ ইসলাম, আবুজর গিফারী ওরফে পিয়াস, মাহাদী হাসান, শোভহান নিয়াজ তুষার, হৃদয় মিয়াজী, রিফাত, আলী ও ফাহিমের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। মেহেরাজ ইসলামের নেতৃত্বে এই হামলায় থাকা শোভহান নিয়াজ তুষার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও হৃদয় মিয়াজী যুগ্ম-সদস্য সচিব। এছাড়া মাহাদী হাসান আইন এবং মেহেরাব ও আবুজর গিফারী ওরফে পিয়াস ইংরেজি বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে। এছাড়া হামলায় কড়াইল বস্তিরও কেউ কেউ অংশ নেয় বলে খবর পাওয়া গেছে।

যুগান্তর
তারল্য সংকটের কারণে ব্যাংক খাত সংকটে পড়ায় চলতি অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে সরকার বিদেশি ঋণের ওপর নির্ভরতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে যুগান্তর। ‘ঘাটতি পূরণে বিদেশি ঋণে নির্ভরতা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল অঙ্কের অর্থ পাচার এবং রাজনৈতিক অস্থিতিশীলতায় বড় ধরনের তারল্য সংকটে পড়েছে ব্যাংক খাত। এতে ঋণের জোগান দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে ব্যাংকগুলো। এমন পরিস্থিতিতে চলতি (২০২৪-২৫) বাজেটের ঘাটতি মেটাতে চাপের মুখে পড়েছে সরকার। বিদ্যমান আর্থিক সংকট মোকাবিলায় বিদেশি ঋণের ওপর নির্ভরতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা কমিয়ে সংশোধিত বাজেট চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকারের অর্থনৈতিক কো-অর্ডিনেশন কাউন্সিলের বৈঠকে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
আরও জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, অর্থ সংকট মোকাবিলায় চলতি সংশোধিত বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা থেকে ৩৮ হাজার ৫০০ কোটি টাকা কমানো হয়েছে। পাশাপাশি বাড়ানো হচ্ছে ১৪ হাজার কোটি টাকা বৈদেশিক ঋণ। এতে চলতি অর্থবছরের শুরুতে ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা ব্যাংক ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও সেটি এখন ৯৯ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। আর বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ৯৫ হাজার কোটি টাকা থেকে ১ লাখ ৯ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

বাংলাদেশ প্রতিদিন
আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন। ‘ফেব্রুয়ারির মধ্যে ভোটের সম্ভাবনা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) ডিসেম্বরে ভোট করার প্রস্তুতি নিয়ে কাজ করলেও দলগুলোর দাবির মুখে এ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে পারে। এ ছাড়া মধ্য ফেব্রুয়ারির পরে রোজা-বিভিন্ন পরীক্ষা থাকায় সে মাসের শুরুর দিকে সর্বশেষ ভোটের পরিকল্পনা রাখা হচ্ছে। ইসির দায়িত্বশীল পর্যায়ে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথ দৃশ্যমান করতে আসছে ছয় মাসের নির্বাচনি রোডম্যাপ বা কর্মপরিকল্পনা। ইতোমধ্যে নির্বাচনি রোডম্যাপের খসড়া প্রস্তুত করেছে ইসি। নির্বাচনের তফসিল ঘোষণার আগের এবং পরের কার্যক্রমের ধারাবাহিক বর্ণনা থাকছে এই কর্মপরিকল্পনায়। ভোটার তালিকা চূড়ান্ত করেই জুন-জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ ঘোষণা করবে সাংবিধানিক এই সংস্থাটি। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রেখে ৬০-৬৫ দিন হাতে রেখেই অক্টোবরে নির্বাচন তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বণিক বার্তা
গ্যাসের সিস্টেম লস প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশে বেশি– এমন তথ্যভিত্তিক খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বণিক বার্তা। ‘বাংলাদেশে গ্যাসের সিস্টেম লস ভারতের তিন গুণ ও পাকিস্তানের দ্বিগুণ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার প্রধান পাঁচটি শহরে পাঁচ বছর আগে গ্যাসের সিস্টেম লস (সঞ্চালন ও ডিস্ট্রিবিউশন) ছিল গড়ে ৮ দশমিক ৯৮ শতাংশ। মূলত পাইপলাইন লিকেজ, চুরি ও কারিগরি ত্রুটিজনিত কারণে এটি হতো। তাই গ্যাস খাতে আর্থিক ক্ষতি কমাতে এ পাঁচ শহরে ১ হাজার ৪৭০ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করে পাকিস্তান সরকার। গ্যাস রক্ষণাবেক্ষণে বসানো হয় টাউন বর্ডার স্টেশন (টিবিএস)। এতে শহরগুলোয় গ্যাসের সিস্টেম লস ক্রমান্বয়ে ৫ দশমিক ১৫ শতাংশে নামিয়ে এনেছে। সামগ্রিক হিসাবে দেশটির গ্যাস খাতের সিস্টেম লস এখন ৫ শতাংশের কিছু বেশি। টিবিএস প্রযুক্তি পুরনো পাইপলাইনে লিকেজ চিহ্নিতকরণ, চুরি বন্ধ করা, ছোট এলাকায় লিকেজ মেরামত এবং গ্যাস সরবরাহের পরিমাণ শনাক্ত করতে বড় সহায়ক হিসেবে কাজ করেছে।

আজকের পত্রিকা
দেশের ৪৬টি বিমা কোম্পানি গ্রাহকের বিমা দাবির প্রায় ২ হাজার ৬৩৫ কোটি টাকা পরিশোধ করেনি– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। ‘গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, অসুস্থতা, দুর্ঘটনাসহ বিপদে-আপদে বিশ্বজুড়ে মানুষের ভরসার কেন্দ্র ‘বিমা’। বিমা পলিসি করা থাকলেই হাসপাতালের বিল পরিশোধ বা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো চিন্তা করতে হয় না গ্রাহককে। গ্রাহকের হয়ে বিমা কোম্পানিই সব শোধ করে দেয়। কিন্তু বাংলাদেশের বিমা খাত এখনো সেই ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি। বিপদগ্রস্ত গ্রাহক বিমা দাবি নিয়ে পায়ের জুতা ক্ষয় করে ফেললেও অর্থ পরিশোধ নিয়ে গড়িমসি শেষ হয় না সংশ্লিষ্ট বিমা কোম্পানির। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) এক অনিরীক্ষিত প্রতিবেদনের তথ্য বলছে, দেশের ৪৬টি বিমা কোম্পানি গ্রাহকের বিমা দাবির প্রায় ২ হাজার ৬৩৫ কোটি টাকা পরিশোধ করেনি। এ হিসাব গত বছরের ডিসেম্বর পর্যন্ত।
বিমাসংশ্লিষ্টরা বলছেন, দাবি পরিশোধে বিমা কোম্পানিগুলোর অনীহা, কাগজপত্র ও সার্ভে প্রতিবেদনের দোহাই এবং পুনর্বিমার নামে নানা বাহানা করেই বছরের পর বছর গ্রাহকের পাওনা টাকা দিচ্ছে না কোম্পানিগুলো। এ কারণে বিমা খাতের ওপর মানুষের আস্থা দিন দিন কমছে।

নয়া দিগন্ত
আলোচিত ১০ প্রতিষ্ঠান দেশের ব্যাংকিং খাত থেকে ঋণের নামে হাতিয়ে নিয়েছে ৪ লাখ কোটি টাকা– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে নয়া দিগন্ত। ‘১০ প্রতিষ্ঠানে পাওনা ৪ লাখ কোটি টাকা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দেশ থেকে অর্থ পাচারের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে ১০টি প্রতিষ্ঠানকে তদন্তের আওতায় আনা হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুসারে আলোচিত ১০ প্রতিষ্ঠান দেশের ব্যাংকিং খাত থেকে ঋণের নামে হাতিয়ে নিয়েছে ৪ লাখ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক খেকো এস আলমই হাতিয়ে নিয়েছেন সোয়া দুই লাখ কোটি টাকা। আর আরেক ব্যাংক খেকো সালমান এফ রহমান নিয়েছেন ৫৩ হাজার কোটি টাকা। তবে ব্যাংক থেকে টাকা লুটের তথ্য আরো বাড়তে পারে। এসব অর্থের বেশির ভাগ অংশই পাচার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের ক্যামেলকো অনুষ্ঠানে প্রচার করা হয়। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল এক সূত্র জানিয়েছে, আলোচিত ১০টি কোম্পানি সুকৌশলে ব্যাংক থেকে নামে-বেনামে টাকা বের করে নিলেও তা দেশে বিনিয়োগ না করে বড় একটি অংশ বিদেশে পাচার করে দিয়েছিল। ইতোমধ্যে দেশী-বিদেশী একাধিক সংস্থা পাচারকৃত অর্থ উদ্ধারে কাজ শুরু করে দিয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে পাচারকৃত অর্থের গন্তব্য চিহ্নিত করা হয়েছে।

দেশ রূপান্তর
একজন টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না; এ বিষয়ে বিএনপি একমত পোষণ করলেও একবার বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে সমস্যা নেই বলে অভিমত দিয়েছে দলটি– এমন খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে দেশ রূপান্তর। ‘দুই মেয়াদ পর বিরতি দিয়ে প্রধানমন্ত্রী’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, এক ব্যক্তি একই সঙ্গে যাতে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে না পারেন, সেই সুপারিশ করেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। কমিশনের এমন প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। তবে এক ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না; এ বিষয়ে বিএনপি একমত পোষণ করেছে। এ ছাড়া একবার বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে কোনো সমস্যা নেই বলেও অভিমত দিয়েছে দলটি।
গতকাল রবিবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এর আগে গতকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ হয়। আগামীকাল আবার বিএনপির সঙ্গে সংলাপ হবে।