পঞ্চাশের বেশি দেশ ‘বাণিজ্য আলোচনায়’ আগ্রহী, জানালেন ট্রাম্পের উপদেষ্টা

ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প।

বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপের পর পঞ্চাশটির বেশি দেশ বাণিজ্য আলোচনা শুরু করার জন্য হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স এক খবরে জানিয়েছে, এবিসি নিউজের ‘দিস উইকে’ এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট এমন দাবি করেছেন।

হ্যাসেট বলেন, ট্রাম্পের শুল্ক আরোপের ফলে এখন পর্যন্ত ‘৫০টিরও বেশি’ দেশ হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করে বাণিজ্য আলোচনা শুরু করেছে।

এরমধ্যে তাইওয়ানের রাষ্ট্রপতি লাই চিং-তে রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভিত্তি হিসেবে শূন্য শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন। পারস্পরিক ব্যবস্থা আরোপের পরিবর্তে বাণিজ্য বাধা অপসারণের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এ ছাড়াও তিনি বলেছেন যে তাইওয়ানের কোম্পানিগুলো মার্কিন বিনিয়োগ বাড়াবে।

অন্যান্য অর্থনীতিবিদদের মতোই হ্যাসেটের দাবি, তিনি ভোক্তাদের উপর বড় রকমের আঘাত আশা করেননি, কারণ রপ্তানিকারকরা দাম কমিয়ে দেবেন।

নতুন বাণিজ্য নীতির প্রভাবে গত কয়েকদিনে বৈশ্বিক শেয়ারবাজারে ব্যাপক ধস নেমেছে। শুক্রবার লন্ডন স্টক এক্সচেঞ্জের এফটিএসই ১০০ সূচক ৪ দশমিক ৯ শতাংশ কমে গেছে, যা কোভিড মহামারির শুরুর পর সবচেয়ে বড় পতন। জার্মানি ও ফ্রান্সের শেয়ারবাজারেও একই রকম চিত্র দেখা গেছে।

আরও পড়ুন