জার্মানিতে শরণার্থী আবেদনের অর্ধেকের বেশি প্রত্যাখ্যান

germany refugees 2024

জার্মানিতে শরণার্থী হিসেবে অভিবাসনের আবেদনের সংখ্যা প্রায় এক তৃতীয়াংশ কমেছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন ও শরণার্থী বিষয়ক দপ্তর।

২০২৪ সালে দেশটিতে অভিবাসনের জন্য মোট দুই লাখ ২৯ হাজার ৫৭১টি আবেদন জমা পড়েছিল।

ফেডারেল অফিস ফর মাইগ্রেশন অ্যান্ড রিফিউজি (বিএএমএফ) এর তথ্য মতে, ২০২৪ সালে মোট আশ্রয়ের আবেদনের সংখ্যা ২০২৩ সালের তুলনায় এক লাখ কম। সেই হিসেবে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ৩০ দশমিক ২ ভাগ আবেদন কম জমা পড়েছে৷

গেল বছরে শরণার্থী হিসেবে আবেদনকারীদের মধ্যে সিরিয়া, আফগানিস্তান এবং তুরস্কের নাগরিক বেশি৷

আবেদনের সংখ্যা কমলেও ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে জার্মানিতেই সবচেয়ে বেশি আশ্রয়ের আবেদন জমা পড়েছে। তালিকায় এরপর রয়েছে যথাক্রমে স্পেন, ফ্রান্স ও ইতালি৷

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজার বলেন, তারা অনিয়মিত অভিবাসন ব্যাপকভাবে কমিয়ে এনেছেন।

“সীমান্তে নজরদারির মাধ্যমে আমরা পাচারের রাস্তাগুলো আটকে দিতে পেরেছি৷”

জার্মানিতে ২০১৬ সালে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছিল৷ ওই বছর সাত লাখ ৪৫ হাজার ৫৪৫টি আবেদন জমা পড়ে৷ মূলত সিরিয়া থেকে আসা শরণার্থীদের উপস্থিতির কারণে ওই বছর আবেদনের সংখ্যা বেশি ছিল৷

এদিকে গেল বছর জমা পড়া আশ্রয় আবেদনের মধ্যে অর্ধেকের কম আবেদনকারীকে সুরক্ষা সুবিধা প্রদান করেছে জার্মান সরকার৷

আবেদনেকারীদের মধ্যে ৪৪ ভাগ ব্যক্তিকে সুরক্ষা সুবিধায় আশ্রয় দেওয়া হয়েছে৷

এ তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সিরিয়ার নাগরিকেরা৷ দেশটির আবেদনকারীদের ৮৩ ভাগ সুরক্ষা সুবিধা পেয়েছেন৷ দ্বিতীয় অবস্থানে আফগানিস্তান, ৭৪ দশমিক ৭ ভাগ৷

আরও পড়ুন