এবার কুমিল্লার মুরাদনগর উপজেলায় দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বাংগরা বাজার থানার কড়ইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাংগরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান।
নিহতরা হচ্ছেন- ওই গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), তার ছেলে রাসেল মিয়া (২৮) এবং মেয়ে জোনাকি আক্তার (২২)।
এ ছাড়া গুরুতর আহত হয়েছেন রোকসানার আরেক মেয়ে রুমা আক্তার (৩০)।
ওসি মাহফুজুর রহমান বলেন, “আজ সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, একসঙ্গে তিনটি মরদেহ পড়ে রয়েছে। তাদের গণপিটুনি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”
কুমিল্লার মুরাদনগর উপজেলাটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজের উপজেলা।
কয়েকদিন আগে মুরাদনগরে হিন্দু নারীকে ধর্ষণ করে নগ্ন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
মুরাদনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন, একজন উপদেষ্টা নিজের স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। ফ্যাসিবাদী আমলের মতো নিজেরাই সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল ও নির্যাতন করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর ধারাবাহিকতা এখনো চলছে।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “মুরাদনগর এলাকার একজন উপদেষ্টা নিজের স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। দুষ্কৃতকারীরা আশকারা পেয়ে সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে। উপদেষ্টা যদি জনসেবার চেয়ে আত্মসেবাতেই ব্যস্ত থাকেন, তাহলে এলাকায় শান্তি বিঘ্নিত হবে। মুরাদনগরের বাসিন্দা উপদেষ্টা হওয়ার পর থেকেই আওয়ামী এমপিদের মতো এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তারে ব্যস্ত রয়েছেন।”
তবে অপরাধের সব দায় কথিত বড় বড় মাফিয়াদের উপর চাপিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
গত ২৮ জুন গভীর রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “মুরাদনগরে সকল আওয়ামী সন্ত্রাসীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, ধর্ষণের উদ্দেশে ছেড়ে দিয়েছেন-আজকের এই ভয়াবহ পরিস্থিতির জন্য তারাই দায়ী।”
নানা কারণে এমনিতেই আলোচিত মুরাদনগর উপজেলা। সরকারিভাবে ব্যাপক উন্নয়ন বরাদ্দ পাচ্ছে এই উপজেলা। গত জানুয়ারিতে জেলা পরিষদের উন্নয়ন সহায়তা খাত থেকে কুমিল্লা জেলা পরিষদকে দুই কোটি ৪০ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেয় স্থানীয় সরকার বিভাগ। এসব উন্নয়ন দেখভালের জন্য মুরাদনগরে গঠন করা হয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সমর্থক গোষ্ঠী। উপদেষ্টা সজীব ভূঁইয়ার মুরাদনগরে ন্যাক্কারজনক ঘটনায় হতভাগ পুরো বাংলাদেশ।