আবারও হারলেন মাস্ক, এরপর কী?

ইলন মাস্ক
ইলন মাস্ক

আমেরিকার আদালত ফের বাতিল করে দিয়েছে টেসলা সিইও ইলন মাস্কের ৫৬ বিলিয়ন ইউএস ডলারের ক্ষতিপূরণের মামলা।

চ্যান্সারি কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাককরমিক জানুয়ারিতে প্রথম এই প্যাকেজ বাতিল করেছিলেন।

বাতিলের পক্ষে তার যুক্তি ছিল যে, ২০১৮ সালের বেতন চুক্তি একটি স্বাধীন পরিচালনা পর্ষদের মধ্যে যথাযথ আলোচনার ভিত্তিতে হয়নি।

টেসলার শেয়ারের বর্তমান মূল্যের উপর ভিত্তি করে এই প্যাকেজের মূল্যমান এখন ১০০ বিলিয়ন ডলারের বেশি।

কে কী বলেছেন

টেসলা এবং মাস্কের আইনজীবীরা যুক্তি দেন যে, জুন মাসে শেয়ারহোল্ডারদের ভোটের মাধ্যমে ক্ষতিপূরণ চুক্তি অনুমোদিত হওয়ায় আপত্তিগুলোর সমাধান হয়ে গেছে।

অবশ্য বিচারক অসম্মত হন এবং লেখেন যে, ‘সৃজনশীল’ এবং ‘প্রতিভাবান’ বিরোধী আইনজীবীদের দেওয়া ‘অভূতপূর্ব তত্ত্বগুলো’ ‘স্থায়ী আইনের একাধিক ধারা লঙ্ঘন করেছে’।

টেসলা বলেছে যে তারা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।

মাস্ক তার এক্স-এর হ্যান্ডলে বলেছেন, “কোম্পানির ভোট নিয়ন্ত্রিত হওয়া উচিত  শেয়ারহোল্ডারদের মাধ্যমে, এই কাজ বিচারকদের নয়।”

বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক, যিনি রিপালিকানদের পক্ষে সদ্য সমাপ্ত নির্বাচনে সরব ভূমিকা রেখেছেন।

এরপর কী?

সম্ভবত একটি নতুন বেতন প্যাকেজ তৈরির চেষ্টা করবে টেসলার বোর্ড, বলেছে  নিউ ইয়র্ক টাইমস।

আরও পড়ুন