৯৭.৪ বিলিয়নে ওপেনএআই কিনতে চান মাস্ক, অল্টম্যানের ‘না’

ইলন মাস্ক (বাঁয়ে) ও স্যাম অল্টম্যান
ইলন মাস্ক (বাঁয়ে) ও স্যাম অল্টম্যান

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআইকে কেনার আগ্রহ দেখিয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের নেতৃত্বাধীন বিনিয়োগকারীদের একটি কনসোর্টিয়াম। তারা জানিয়েছে, এর জন্য ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলার দিতেও রাজি তারা।

তবে ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান সাফ জানিয়ে দিয়েছেন, ওপেনএআই বিক্রি হবে না।

বিবিসি জানিয়েছে, ওপেনএআই বিক্রিতে আগ্রহ না দেখালেও ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান এক্স কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছেন অল্টম্যান, যে প্রতিষ্ঠানটি আগে টুইটার নামে পরিচিত ছিল। তবে তার জন্য যে দাম তিনি প্রস্তাব করেছেন, তাতে মাস্কের আগ্রহী হওয়ার সুযোগ নেই বললেই চলে। কারণ এর প্রায় পাঁচগুণ দামে টুইটার কিনেছিলেন মাস্ক।

স্পেসএক্সের মালিক ইলন মাস্ককে সঙ্গে নিয়েই ২০১৫ সালে ওপেনএআই গড়ে তুলেছিলেন স্যাম অল্টম্যান। তবে অল্টম্যানের সঙ্গে বিরোধের কারণে ওপেনএই ছেড়ে যান মাস্ক।

ওপেনএআই টেক জায়ান্ট মেটা বা মাইক্রোসফটের মতো পাবলিক ট্রেডেড কোম্পানি নয়।  এতে অলাভজনক ও লাভজনক অংশীদারিত্ব রয়েছে। যদিও মাস্ক বলছেন, ২০১৫ সালে ওপেনএআই গড়ে তোলার সময় একে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবেই গড়ে তোলার লক্ষ্য ছিল।

প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার কারণ হিসেবেও সেই কথাই বলছেন তিনি। তার দাবি, মানবতার উপকারে ওপেনএআইকে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের মূল মিশনে ফিরিয়ে নিতে চান তিনি।

প্যারিসে এআই অ্যাকশন সামিটে অল্টম্যান ওপেনএআই সম্পর্কে বলেন, “আমাদের এই প্রতিষ্ঠান সাধারণ কোনো প্রতিষ্ঠান নয়। আমাদের একটি মিশন রয়েছে যে এজিআই (আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স) যেন সমগ্র মানবতার উপকারে আসে। আমরা এখানে তা করতেই এসেছি।”

এজিআইকে সংজ্ঞায়িত করতে বলা হলে অল্টম্যান বলেন, “বেশিরভাগ লোক এটি বলতে আসলে শক্তিশালী এআই সিস্টেমকে বোঝে।”

এর আগে ইলন মাস্কের আইনজীবী মার্ক টোবেরফ নিশ্চিত করেন, ওপেনএআই কেনা প্রস্তাবটি গত সোমবার তিনি প্রতিষ্ঠানটির বোর্ডে জমা দিয়েছেন।

তবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন অল্টম্যান। আর তা জানাতে তিনি বেছে নেন ইলন মাস্কেরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-কে। সেখানে দেওয়া এক পোস্টে অল্টম্যান লেখেন, “না ধন্যবাদ, তবে আমরা ৯.৭৪ বিলিয়ন ডলারে টুইটার কিনব, যদি আপনারা চান”।

আরও পড়ুন