পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ফিজ। আরব আমিরাতের মাটিতে হারানো আত্মবিশ্বাস ও সম্মান ফিরে পেতে মুস্তাফিজকে খুব প্রয়োজন ছিল দলের। অথচ এমন সময়ই ছিটকে গেলেন ফিজ। তার জায়গায় ডাক পেয়েছেন এমন একজন যিনি এই সংস্করণে দেশের হয়ে কোনো ম্যাচই খেলেননি, পেসার সৈয়দ খালেদ আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অন্তত দুই থেকে তিন সপ্তাহের জন্য মুস্তাফিজের ছিটকে যাওয়ার খবর জানায়।
আগের দিন পাঞ্জাব কিংসের বিপক্ষে বোলিংয়ের সময় কঠিন ফিরতি ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান মুস্তাফিজ। মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। পরে মাঠে ফিরে অবশ্য আবার বোলিং করেন তিনি। চার ওভারে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে দিল্লি ক্যাপিটালসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ২৯ বছর বয়সী বাঁহাতি পেসার।
বিসিবির পাঠানো বিবৃতিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন জানান, বাম হাতের বৃদ্ধাঙ্গুলে চিড় ধরা পড়েছে মুস্তাফিজের, “গত শনিবার আইপিএলে খেলার সময় মুস্তাফিজের বাম হাতের বৃদ্ধাঙ্গুলে চিড় দেখা দিয়েছে। এই চোট থেকে সেরে উঠতে তার কিছু দিন বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন। আমাদের এখনকার মূল্যায়ন অনুযায়ী, আগামী দুই থেকে তিন সপ্তাহ তাকে খেলার জন্য বিবেচনা করা যাবে না। সেরে ওঠার অগ্রগতি দেখতে দুই সপ্তাহ পর আমরা ফের তার অবস্থা দেখব।”
মুস্তাফিজের ছিটকে যাওয়া আশীর্বাদ হয়ে এসেছে খালেদের জন্য। ৩২ বছর বয়সী পেসার দেশের হয়ে ১৬টি টেস্ট ও দুটি ওয়ানডে খেলেছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৭৪ ম্যাচে তিনি নিয়েছেন ৯৪ উইকেট। ওভার প্রতি দিয়েছেন ৮.২১ রান। সেরা ১৯ রানে ৪ উইকেট। আগামী বুধ ও শুক্রবার হবে সিরিজের প্রথম দুটি ম্যাচ। ১ জুন হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।