মিয়ানমারে বাড়ল জরুরি অবস্থার মেয়াদ

Myanmar Army Government

সামরিক অভ্যুত্থানের চার বছরেও স্বাভাবিক অবস্থায় আসেনি মিয়ানমার। বিদ্রোহীর সামনে লড়াইয়ে একে একে হাতছাড়া হচ্ছে নতুন নতুন এলাকা। এর মধ্যেই আরও ছয় মাস জরুরি অবস্থা বহাল রাখার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন জান্তা।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়েছে।

২০২১ সালে ১ ফেব্রুয়ারি দেশটিতে ১ বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে মিয়ানমারের জান্তা। দেশটিতে অন্যতম জনপ্রিয় নেত্রী অং সান সু চি, মিয়ানমারের প্রেসিডেন্ট এবং আরও কয়েকজন মন্ত্রীকে আটকের পর এ ঘোষণা দেওয়া হয়। এর পর থেকে কয়েক দফায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়।

অং সান সু চির নির্বাচিত বেসামরিক সরকারকে সেনাবাহিনী উৎখাত করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে।

জান্তা নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানালেও সামলোচকেরা আশঙ্কা, এমনটি হলে সেটি হবে জেনারেলদের ক্ষমতায় টিকিয়ে রাখতে আরেকটি প্রহসনমূলক নির্বাচন।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এমআরটিভির টেলিগ্রাম চ্যানেলে জরুরি অবস্থা বাড়ানোর ঘোষণা দিয়ে বলা হয়, সাধারণ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য এখনো অনেক কাজ বাকি আছে। বিশেষ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে স্থিতিশীলতা ও শান্তি অর্জন করা প্রয়োজন।

অবশ্য নির্বাচনের তারিখ এখনও ঘোষণা দেয়নি জান্তা সরকার। তবে তাদের দাবি, ওই পরিকল্পনায় তারা এগিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন