জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে খবরে এসেছে।
এনসিপির একাধিক সূত্রের বরাতে একটি টেলিভিশন স্টেশনের অনলাইন পোর্টাল জানিয়েছে, দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্যসচিব বরাবর এ পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে দল এখনো তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।
গত দুই সপ্তাহ ধরে দলীয় কার্যক্রম থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে যোগ দিতে চলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এনসিপিতে যোগ দিয়ে তিনি দায়িত্ব নিতে চান মুখ্য সমন্বয়কের।
শুরু থেকেই এই পদ সামলাচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রস্তাবে কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্বের মৌন সম্মতি রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে বলে আরটিভি নিউজ জানিয়েছে।
এতেই মনঃক্ষুণ্ন হয়ে নাসীরুদ্দীন পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে শোনা যাচ্ছে। যদিও অব্যাহতি নিলেও দলের সদস্য হিসেবে থাকবেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
এ বিষয়ে জানতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে একাধিকবার কল এবং টেক্সট পাঠানো হলেও তিনি তার জবাব দেননি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সদস্যসচিব বলেন, দল তার পদত্যাগপত্র পেয়েছে। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলেও জানান তারা।
এদিকে, এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে পাঠানো এক বার্তায় জানিয়েছেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।”



