সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠকের রেশ না কাটতেই নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর জ্যেষ্ঠ কর্মকর্তা এরিক মেয়ার। এবারের বৈঠক কক্সবাজারে নয়, কাঠমান্ডুতে; পাঁচ তারকা হোটেলে।
বুধবার কাঠমান্ডুর ম্যারিয়ট বনভয় হোটেলে এরিক মেয়ার ও জাতীয় নাগরিক দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা একসঙ্গে সকালের নাস্তা সেরেছেন বলে দাবি করেছেন ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী।
ভারতের জ্যেষ্ঠ এই সাংবাদিক নর্থ ইস্ট নিউজ নামে একটি অনলাইন পোর্টালে বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই দাবি করেন।
সূত্রের বরাতে ওই প্রতিবেদনে তিনি লেখেন, বাংলাদেশের নবগঠিত রাজনৈতিক দল এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা আজ (বুধবার) কাঠমান্ডুর একটি পাঁচতারকা হোটেলে প্রাতঃরাশের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
যে মার্কিন কর্মকর্তার সঙ্গে তাসনিম জারা বৈঠক করেছেন সেই এরিক মেয়ার সিনিয়র ফরেন সার্ভিসের ক্যারিয়ার কর্মকর্তা এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর সিনিয়র ব্যুরো অফিসিয়াল।
ব্যুরোর তত্ত্বাবধানের পাশাপাশি প্রশাসনের নীতি-অগ্রাধিকারসমূহ সমন্বয়ের দায়িত্ব সামলিয়ে থাকেন এরিক। তার আওতায় থাকা দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
বাংলাদেশের নিরাপত্তা সংস্থার সূত্র জানিয়েছে, তাসনিম জারার কাঠমান্ডু সফরটি ছিল মূলত ‘গোপনীয়’ এবং এটি মার্কিন কর্মকর্তাদের ইচ্ছায় হয়েছে।
গত ১৭ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের (ফ্লাইট নং: বিজি-৩৭১) একটি উড়োজাহাজে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হন তাসনিম জারা।
চন্দন নন্দী দাবি করেছেন, জারা ও মেয়ারের মধ্যে প্রাতঃরাশের বৈঠকটির স্থায়ীত্বকাল ছিল দুই ঘণ্টারও বেশি সময় এবং ধারণা করা হচ্ছে, এর পরেও কিছু বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তাসনিম জারা যে বিমানে কাঠমান্ডু গিয়েছেন একই ফ্লাইটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমাও ছিলেন বলে নর্থ ইস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তারা দু’জন কাঠমান্ডুতে “জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ ঝুঁকি এবং সংসদ সদস্যদের ভূমিকা” শীর্ষক একটি অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গিয়েছিলেন।
বৈঠকের নিশ্চিত তথ্য দিলেও জারা ও মেয়ারের মধ্যে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি নর্থ ইস্ট। তবে এটিকে গোপনীয় প্রকৃতির বৈঠক হিসেবেই উল্লেখ করা হয়েছে পত্রিকাটির প্রতিবেদনে।