বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রেসের শ্রমিকরা।হাতে সময় বেশি নেই। এখন দম ফেলারও ফুরসত নেই কর্মীদের।ধাপে ধাপে নানা কাজ করছেন কর্মীরা। কেউ কাগজ প্রস্তুত করছেন, কেউ ছাপানোর কাজ করছেন।কেউ আবার ছাপানোর পর করছেন বই বাঁধাইয়ের কাজ।