আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিস’ জারির করার সংবাদ সঠিক নয়।
রোববার সকালে পরোানা জারি হওয়ার সংবাদ বাংলাদেশের বেশ কয়েকটি প্রথম সারির দৈনিক প্রকাশ করেছিল।
ইন্টারপোলের ‘রেড নোটিস’ হলো সদস্য দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে একটি অনুরোধ, যা কোনো ব্যক্তিকে খুঁজে বের করা এবং তাকে সাময়িকভাবে গ্রেপ্তারের জন্য করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পরোয়ানা জারি হয়েছে কিনা, সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
এক সংক্রান্ত নোটিসের বিষয়ে তথ্য না থাকার কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর থেকেও।
অপর একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে পুলিশ সদর দপ্তরের মিডিয়া উইংয়ের অতিরিক্ত মহাপরিদর্শক এনামুল হক জানান, তারা কয়েকদিন আগে শেখ হাসিনার গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারির অনুরোধ জানিয়ে ইন্টারপোলকে চিঠি দিয়েছিলেন।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, “তবে নোটিস জারি হওয়ার ব্যাপারে এখনও কোনো তথ্য পাইনি।”
ইন্টারপোলের অফিসিয়াল ওয়েবসাইটেও রেড নোটিশের তালিকায় শেখ হাসিনার নামে পরোয়ানা জারির কোনো তথ্যের উল্লেখ নেই।
ইন্টারপোলে বর্তমানে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ৬৩টি ‘রেড নোটিস’ রয়েছে।