বাংলাদেশি ব্রিটিশ নাগরিকদের জন্য ‘নো-ভিসা’ ফি ৩৪ পাউন্ড বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির হাইকমিশন।
৪৬ পাউন্ড থেকে এক লাফে কেন ৭০ পাউন্ড করার এমন সিদ্ধান্ত তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের বৃহত্তর সিলেটের ইউকে কমিউনিটি নামে একটি সংগঠন।
তারা বলছেন, এ ধরনের অন্যায্য সিদ্ধান্ত কোনো ভাবেই কাম্য নয়, গ্রহণযোগ্য হতে পারে না।
একই সঙ্গে অন্যান্য সার্ভিস ফি বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
গত ৪ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে ফি বাড়ানোর কথা জানায় বাংলাদেশ হাইকমিশন।
বৃহত্তর সিলেটের ইউকে কমিউনিটির আহ্বায়ক মোহাম্মদ মকিস মনসুরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজের দেশে যেতে এই অন্যায্য ফি চাপিয়ে দেওয়া মেনে নেওয়া যায় না।
বাৎসরিক ছুটির মৌসুমে হাজারো প্রবাসী বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা যখন করছে ঠিক তখন এ ধরনের ভিসা ফি বাড়ানোয় তারা হতাশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রবাসীদের দ্রুত এনআইডি কার্ড দেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।
এছাড়া ‘পাওয়ার অব অ্যাটর্নি জটিলতা নিরসন এবং বাংলাদেশে খাজনা প্রদানে হয়রানী দূর করতে পাসপোর্টকে জাতীয় পরিচয়পত্র হিসেবে বিবেচনার দাবি জানান তারা।