যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনকে নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের। সাম্প্রতিক চর্চায় নাকি ঘি ঢেলেছে বড় দুটি অনুষ্ঠানে মিশেল ওবামার অনুপস্থিতি!
মার্কিন প্রেসিডেন্টদের প্রেম নিয়ে সবসময়ই জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। বিল ক্লিনটনের সঙ্গে মনিকা লিউনস্কির সম্পর্ক নিয়ে অসংখ্য তথ্যচিত্র, টিভি শো তৈরি হয়েছে, আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের এক রাতের সম্পর্ক নিয়ে খরচ হয়ে গেছে সংবাদপত্রের হাজার হাজার পাতা।
এবার আলোচনায় বারাক ওবামা। গুঞ্জন উঠেছে মিশেল ওবামার সঙ্গে তার ৩২ বছরের দাম্পত্য জীবন রয়েছে টালমাটাল অবস্থায়।
সম্প্রতি দুটি বড় অনুষ্ঠানে ওবামার একক উপস্থিতি এবং ট্যাবলয়েড গসিপ সে পালে হাওয়া দিচ্ছে। বলা হচ্ছে হলিউড তারকা জেনিফার অ্যানিস্টনের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে ওবামার।
এই গুঞ্জনের কারণ কী বা একে কতটুকু গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত?
গত ৯ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যে যুক্তরাষ্ট্রে জীবিত প্রেসিডেন্টরা সঙ্গীসহ উপস্থিত থাকলেও ওবামা যান একা। তখন থেকে জল্পনা ডালপালা মেলা শুরু করে যে দূরত্ব বাড়ছে বারাক-মিশেলের মধ্যে। সে ধারণায় ঘি ঢালে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ট ট্রাম্পের অভিষেকে মিশেলের অনুপস্থিতি।
সাংবাদিক এবং বিশ্লেষকরা ভাবছেন, তার এই অনুপস্থিতি কি তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের ইঙ্গিত? অনেকে বলছেন যে তারা এমন গুঞ্জন শুনেছেন।
যার মধ্যে মধ্যে ব্লগার মেগান ম্যাককেইন এবং প্যাক নিউজের সিনিয়র রাজনৈতিক সংবাদদাতা তারা পামারি রয়েছেন।
সম্প্রতি এক পডকাস্টে এই বিষয়ে আলোচনার সময়, ম্যাককেইন বলেছিলেন যে তিনি ‘খুবই গুরুত্বপূর্ণ সাংবাদিকদের’ কাছ থেকে এই গুঞ্জন শুনেছেন।
মিশেল ও ওবামার আলাদা থাকার বিষয়ে পামারি বলেছিলেন, “আমি শুধু শুনেছি যে তারা আলাদা থাকেন।”
এসব গুঞ্জনের মধ্যেই ‘ইন টাচ’ ম্যাগাজিনের সেই কভার স্টোরিটা আবার আলোচনায় উঠে এসেছে। ম্যাজাজিনটি প্রেসিডেন্ট ওবামা ও ফ্রেন্ডস সিরিজ খ্যাত অভিনেত্রী জেনিফান অ্যানিস্টোনকে নিয়ে ‘জেন ওবারাকের সত্যি’ হেডলাইনে কভার স্টোরি করে। ওয়াশিংটন এবং হলিউডের নাম প্রকাশে অনিচ্ছুক প্রভাবশালী সূত্রে বরাত দিয়ে দাবি করে ওবামা এবং জেনিফার একে অপরের প্রেমে মগ্ন।
এ বিষয়ে গত অক্টোবরে জিমি কিমেলের শোতে উপস্থিত হয়ে জেনিফার বলেন গল্পটি ‘সম্পূর্ণ মিথ্যা’ এবং তার কেবল একবার ওবামার সঙ্গে দেখা হয়েছে।
এরপর নায়িকা বলেন, “আমি মিশেলকে তার চেয়ে বেশি চিনি।”
এছাড়া গত ১৭ জানুয়ারি স্ত্রী জন্মদিনে সোশাল মিডিয়ায় আবেগঘন স্ট্যাটাস দিয়ে এ গুঞ্জনের জবাব দিয়েছেন ওবামাও।