‘রোজার বাজারে পুরোনো দৃশ্য’

Newspaper_07022025 (5)

রাজধানীতে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভা এবং এতে দলের চেয়ারপারসনের বক্তব্য দেওয়ার খবরটিকে শুক্রবার প্রধান প্রতিবেদন হিসেবে প্রকাশ করেছে দেশের বেশিরভাগ সংবাদপত্র। পাশাপাশি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এবং রমজান ঘিরে বাজার পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে প্রধান প্রতিবেদন করেছে কোনো কোনো সংবাদ সমাধ্যম। এক নজরে দেখে নেওয়া যাক শুক্রবার কোন সংবাদপত্রের কী শিরোনাম এসেছে।

আজকের পত্রিকা

রমজান মাস ঘিরে দেশে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে প্রধান প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। ‘রোজার বাজারে পুরোনো দৃশ্য’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী সেগুনবাগিচা বাজারে গতকাল বৃহস্পতিবার রোজার বাজার করতে গিয়েছিলেন একটি বেসরকারি কোম্পানিতে চাকরিজীবী মো. মতিউর রহমান। দোকানে গিয়ে হাতে থাকা ফর্দের প্রথম পণ্যটিই পাননি তিনি। অনেকটা হতাশার সুরে এই ক্রেতা বলেন, রোজার বাকি আর মাত্র দু-দিন। নিয়মিত বাজারের সঙ্গে রমজানের কিছু বাড়তি পণ্য যোগ হয়েছে ফর্দে। কিন্তু ফর্দের প্রথম পণ্য ভোজ্যতেলই পাচ্ছি না বাজারে।

মতিউরের মতো অনেকেই গতকাল রমজান মাসের প্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে গিয়েছিলেন। এতেই চাহিদা বেড়েছে তেল, চিনি, ডাল, ছোলা, বেসন, মাছ, মাংস ও কিছু তরিতরকারির। বাড়তি চাহিদার কারণে এবারও পুরোনো দৃশ্যপটে ফিরে গেছে রোজার বাজার। দাম বেড়ে গেছে প্রায় সব পণ্যের।

বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার চালের দাম বেড়েছে ১৬-১৭ শতাংশ। ছোলাসহ রোজায় চাহিদা বাড়ে এমন পণ্যও গত বছরের তুলনায় এবার ৯-১০ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে। তার ওপর নতুন করে বেড়েছে মুরগি, গরুর মাংস, লেবু, শসা, পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের দাম। গত বছরের চেয়ে ১৯-২০ শতাংশ বাড়তি দামে কিনতে হচ্ছে ভোজ্যতেল।

প্রথম আলো

বিএনপির বর্ধিত সভার খবরকে প্রধান প্রতিবেদন করেছে প্রথম আলো। ‘ভোট ও দলীয় ঐক্যের কথাই উঠে এল’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির বর্ধিত সভায় তিন শীর্ষ নেতাসহ মাঠপর্যায়ের নেতাদের বক্তব্যে মূলত ভোটের কথাই উঠে এল। পাশাপাশি ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান–পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ কাজে লাগাতে দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় তৃণমূল নেতাদের কাছ থেকে সারা দেশে দখল ও চাঁদাবাজির ব্যাপারে দলের ‘কঠোর’ অবস্থানে দৃঢ় থাকার পরামর্শ এসেছে। আগামী জাতীয় নির্বাচন ‘কঠিন’ হবে জানিয়ে অনেকে প্রার্থী মনোনয়নে এবার ‘হাইব্রিড’ নেতাদের ব্যাপারে সতর্ক করেছেন। সভায় একসময়ের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর প্রসঙ্গও ওঠে। দলটির সাম্প্রতিক তৎপরতায় ক্ষোভ প্রকাশ করে তাদের ব্যাপারে সতর্ক থাকার মতও দিয়েছেন কোনো কোনো নেতা।

কালের কণ্ঠ

বিএনপির বর্ধিত সভার খবর দিয়ে প্রধান  প্রতিবেদন করেছে কালের কণ্ঠও। ‘হাইব্রিডদের প্রার্থিতা নয়’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২৫ বছর পর অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় দলের কেন্দ্রীয় ও তৃণমূল নেতাদের বক্তব্যে নির্বাচনের কথাই বেশি উচ্চারিত হয়েছে। তাঁরা সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার মতো ‘শক্তিশালী’ প্রার্থীকে মনোনয়ন দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। জনপ্রিয় প্রার্থী বাছাইয়ে ‘গোপন’ জরিপ করার প্রস্তাব দেন তাঁরা। পাশাপাশি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে আন্দোলনে নিষ্ক্রিয়, আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারী, ‘হাইব্রিড ও সুবিধাবাদী’ ও বিতর্কিত—এই চার শ্রেণির নেতাদের মনোনয়ন না দেওয়ার পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন তাঁরা।

সভায় কয়েকজন নেতা একসময়ের মিত্র জামায়াতের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। কেউ কেউ আত্মশুদ্ধির ওপর গুরুত্বারোপ করে সারা দেশে দখল ও চাঁদাবাজির ব্যাপারে দলকে আরো কঠোর হওয়ার পরামর্শ দেন।

সমকাল

বিএনপির বর্ধিত সভার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে সমকালও। ‘দৃঢ় ঐক্য, নেতাকর্মীর অপকর্ম ঠেকানোর কথা বলল তৃণমূল’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দল ও নেতাকর্মীর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এ পরিস্থিতিতে নিজেদের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য ধরে রাখার কথা বলেছেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারা। তারা বলছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকার পালিয়ে গেলেও এখনও রয়ে গেছে দোসররা। দোসরদের সঙ্গে জামায়াতে ইসলামী আঁতাত করে বিএনপিকে নিয়ে নানা চক্রান্ত করছে। এই চক্রান্ত মোকাবিলায় নিজেদের যেমন সজাগ থাকতে হবে, তেমনি জনগণের কাছাকাছি যেতে হবে। দলের গুটিকয়েক নেতাকর্মীর অপকর্ম রোধ করতে হবে।

ওই কয়েকজনের দায়ভার পুরো দল নিতে পারে না। এ জন্য তাদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা নয়, আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

ইত্তেফাক

বিএনপির বর্ধিত সভা এবং এতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য দেওয়ার খবরকে প্রধান প্রতিবেদন হিসেবে ছেপেছে ইত্তেফাকও। ‘এমন কিছু করবেন যাতে সংগ্রাম, ত্যাগ বিফলে যায়’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দেড় দশকের স্বৈরশাসকমুক্ত নতুন পটভূমিতে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে, সেই সুযোগ কাজে লাগাতে ভ্রাতৃত্বের ওপর গুরুত্বারোপ করে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত-কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এ চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। এমন কোনো কাজ করবেন না, যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়।

আমাদের সবসময় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার- ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ’।

যুগান্তর

বিএনপির বর্ধিত সভার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে যুগান্তরও। ‘জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিন’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসছে উল্লেখ করে নেতাকর্মীদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সর্বস্তরের প্রতিটি নেতাকর্মীকে আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আচরণ-আচরণে হতে হবে আরও সতর্ক এবং সংযত। যারা দলের শৃঙ্খলাভঙ্গের কারণ হবেন ব্যক্তির চেয়ে দলের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমাকে বাধ্য হয়েই সাংগঠনিক ব্যবস্থা নিতে হয়েছে, নিতে হবে। দলীয় শৃঙ্খলাভঙ্গ কিংবা দলের ইমেজ ক্ষুণ্ন হয়-এমন কোনো কাজকে বিএনপি বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না। জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি জনগণকে বিশ্বাস করে। জনগণও বিএনপিকে বিশ্বাস করে। সুতরাং আপনাদের (নেতাকর্মী) প্রতি বিএনপির প্রতি জনগণের এই ভালোবাসার প্রতিদান দিতে জনগণের সঙ্গে থাকুন। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে দলটির বর্ধিত সভার প্রথম অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

বণিক বার্তা

দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনিতে কয়লা মজুদ সংক্রান্ত সংবাদ দিয়ে প্রধান প্রতিবেদন করেছে বণিক বার্তা। ‘ফুলবাড়ীতে ৮৩ বিলিয়ন ডলারের কয়লা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনিতে কয়লা মজুদ রয়েছে বর্তমানে ৫৭২ মিলিয়ন টন। জ্বালানি বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের এক হিসাব অনুযায়ী, মূলধন ও পরিচালন ব্যয় মিলিয়ে ফুলবাড়ী খনি উন্নয়ন কার্যক্রমে অর্থ প্রয়োজন পড়বে প্রায় ১৫ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ আন্তঃব্যাংক মুদ্রা বিনিময় হার অনুযায়ী প্রতি ডলারে ১২২ টাকা ধরে বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১ লাখ ৮৩ হাজার কোটি টাকা। এ বিনিয়োগ করা গেলে এখান থেকে কয়লা তোলা যাবে প্রায় ৮৩ বিলিয়ন ডলারের (বড়পুকুরিয়ার কয়লার দাম বিবেচনায়)। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১০ লাখ ১২ হাজার ৬০০ কোটি টাকা। এ বিষয়ে এরই মধ্যে বেশকিছু সুপারিশ উপস্থাপন করেছে হাইড্রোকার্বন ইউনিট।

তবে অন্তর্বর্তী সরকার এখনই এসব সুপারিশের ভিত্তিতে ফুলবাড়ী থেকে কয়লা উত্তোলনের বিষয়ে কোনো সিদ্ধান্তে যাবে না বলে জানিয়েছেন দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের নীতিনির্ধারকরা। তাদের ভাষ্যমতে, পরবর্তী সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে হাইড্রোকার্বন ইউনিটের এসব সুপারিশ সহায়ক হিসেবে কাজ করবে।

নয়া দিগন্ত

জুলাই-আগস্টের অভ্যুত্থানে হতাহতদের সরকারি স্বীকৃতি প্রদানের খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে নয়া দিগন্ত। ‘অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের নিহতদের ‘জুলাই শহীদ’ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ নামে স্বীকৃতি দিয়েছে সরকার। রাষ্ট্র তাদের এ নামে অভিহিত করবে। ইতোমধ্যে তাদের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী মার্চ মাস থেকে শহীদ পরিবারগুলো এককালীন ৩০ লাখ টাকা এবং মাসে ২০ হাজার করে ভাতা পেতে পারেন। মার্চ মাস থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা ভাতা পাবেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন জুলাই-আগস্টে দেশে যে অভ্যুত্থান হয়েছে, তাতে অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন। গত ৬ মাস অক্লান্ত পরিশ্রম করে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য যাচাই করে তাদের ডকুমেন্টেশন করা হয়েছে। ভাতার পাশাপাশি নিহতের পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন বলেও জানান তিনি।

দেশ রূপান্তর

বিএনপির বর্ধিত সভার খবর দিয়ে প্রধান প্রতিবেদন করেছে দেশ রূপান্তরও। ‘সুনির্দিষ্ট নির্বাচনী কর্মপন্থা দিন’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির বর্ধিত সভায় দলের দুই শীর্ষ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নিজ নিজ বক্তৃতায় বলেছেন, ‘একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আকাঙ্ক্ষা যখন প্রবল তখন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ-সংশয়ের সৃষ্টি হয়েছে। তাদের মতে, কিছু কিছু ব্যক্তি-গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’ আর নিজেদের ভাবনা তুলে ধরতে গিয়ে দলের তৃণমূল নেতারা বলেছেন, দল ও নেতা কর্মীদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে; এ অবস্থায় ইস্পাতকঠিন ঐক্য ধরে রাখা প্রয়োজন। তারা বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেলেও বিএনপির বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত চলছে। এই চক্রান্ত মোকাবিলায় সজাগ থেকে গুটিকয়েক নেতাকর্মীর অপকর্ম রোধ করতে পরামর্শ তাদের। জামায়াতের বিষয়ে সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানান নেতারা।

গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে চলে বিএনপির কেন্দ্রীয় বর্ধিত সভা। এতে সভাপতির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় পুঁজি।’ এ প্রশ্নে সৃষ্ট নানা সংশয়ের প্রেক্ষিতে নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে সরকারের প্রতি আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

ডেইলি স্টার

ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের খবর দিয়ে প্রতিবেদন করেছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। ‘From movement to mainstream politics’ বা ‘আন্দোলন থেকে মূলধারার রাজনীতিতে’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে উৎখাত করার প্রায় সাত মাস পর জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সংগঠকরা আজ নিজেদের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। তাদের নতুন দলটির নাম হবে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি), যা একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হয়ে উঠতে চায়।

দলটির উদ্বোধনী সমাবেশ ঢাকার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। এই দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম। তারা আগে গণতান্ত্রিক ছাত্র শক্তি ও নাগরিক কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। সমাবেশে প্রায় তিন লাখ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গণ-অভ্যুত্থানে নিহতের পরিবারের সদস্যরা, আহত কর্মীরা এবং বিদেশী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন

সর্বশেষ

ads